এখন থেকে প্রবাসীদের রবিবারও কনসুলার সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস, রোম
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সকল নাগরিকরা এখন থেকে প্রতি রবিবার নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ দূতাবাস, রোম কার্যালয় থেকে কনসুলার সেবা পেয়ে থাকবেন। বাংলাদেশ দূতাবাস, রোম ১৬ই এপ্রিল ২০১৪ এক বিজ্ঞপ্তিতে বিষটি সকল প্রবাসীদের অবগত করেছেন।
সময়- সকাল ১০.০০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত
ডকুমেন্ট জমা প্রদান করার সময় সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত
কনসুলার সেবা গ্রহনে আগ্রহী সকল বাংলাদেশী নাগরিককে নির্ধারিত সময়ে বাংলাদেশ দূতাবাস, রোম – ভিয়া এন্তনিও ১৪, রোম, ইতালি এ ঠিকানায় উপস্থিত থাকার জন্য এবং
সেবা গ্রহনে আগ্রহী সকলকে মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি ও অন্যান্য প্রয়োজনীয কাগজের ফটোকপিসহ দূতাবাসে আসার জন্য দুূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
- জুলাই মাসেই বাংলাদেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট
- ইতালি প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর খরচ দেবে সরকার, কিভাবে জেনে নিন বিস্তারিত?
- এখন থেকে ৩-৫ দিনে পাসপোর্ট পাবেন প্রবাসীরা
- গুলসানের জঙ্গি হামলার পর ইতালিস্থ রোম বাংলাদেশ দূতাবাসে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে!!
- ইতালিস্থ রোমের বাংলাদেশ দূতাবাসের জরুরী বিজ্ঞপ্তি, অনলাইন এপয়েন্টমেন্ট ব্যতীত কোন প্রকার কাজ সম্পাদন করা হবে না?
- ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের পরিবর্তন!!নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
- ডিজিটাল পাসপোর্ট অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে দেশে যাওয়া যায়? জেনে নিন বিস্তারিত।