দেওয়ান বজলু (পেটারসন, নিউ জার্সি):- গত ১লাজুলাই নিউজার্সি র তৃতীয় বৃহত্তম সিটি পেটারসন এর নির্বাচিত মেয়র হিসাবে “হজে জয়ী টরেস” শপথ গ্রহণ করেন,এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান নিউজার্সির গভর্নর ক্রিসক্রিস্টি। উল্লেখ্য গত মে মাসের নির্বাচনে মেয়র টরেস তৃতীয় বারের মত পেটারসন মেয়র হিসেবে বিপুল ভোট এ জয় লাভ করেন| তিনি এর আগে আরো ২ বার পেটারসন এর নির্বাচিত মেয়র হিসেবে দায়েত্ব পালন করেন| গত ২০১০ এর নির্বাচনে তিনি পরাজয় বরণ করেন বিদায়ী মেয়র জেফ্ফেরি জোন্স এর নিকট, ঐ বছর বাংলাদেশী কমিউনিটি র মেজরিটি অংশ তার পক্ষে কাজ করে।
মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি এ প্রতিবেদক কে বলেন এ টার্ম ও তিনি বাংলাদেশী কমিউনিটি র সঙ্গে এক যোগে কাজ করবেন| জয়ী টরেস ই প্রথম মেয়র বাংলাদেশীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন|তার গত টার্ম এ মেয়র থাকাকালীন সময়ে জালালাবাদ মসজিদ এর পার্কিং সুবিধা, প্রথমবারের মত পেটারসন সিটি তে প্রতি বছর ১৬ ই ডিসেম্বর বাংলদেশ এর বিজয় দিবসে বাংলদেশ এর জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করেন।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
- মালয়েশিয়া প্রবাসীদের বিপদে বাংলাদেশ সরকারের সক্রিয়তা আবশ্যক।
- যুক্তরাষ্ট্রে তিনজন নারীকে স্কলারশীপের ঘোষনা পিপল এন টেকের!
- দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধন দাবিতে যুক্তরাষ্ট্রে মন্ত্রীপরিষধের আশানরুপ বৈঠক।
- যুক্তরাষ্ট্রে প্রিয়বাংলার “চতুরঙ্গ” ও “প্রবাসী আলোকিত নারী” সম্মাননা প্রদানঃ
- ১৩ বছর দূতাবাস না থাকায় পোল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ছন্দপতন
- বাল্টিক সাগরে আজ শুরু হচ্ছে আয়েবা’র ইসি মিটিং
- মেক্সিকোর মুসলিমদের কল্যানে রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার অগ্রণী ভূমিকা