মাহাদ জার্মানঃ বাংলাদেশের যেকোন ব্যাংকে এডি শাখা/মাল্টিন্যাশনাল ব্যাংকে যোগাযোগ করতে হবে ৮০৪০ ইউরো পাঠাতে রাজি আছে কিনা, যদি রাজি থাকে তাহলে সেখানে সেভিংস এ্যাকাউন্ট এবং স্টুডেন্ট ফাইল খুল্বেন।উনারা যা যা ডকুমেন্টস চাবে দিবেন।নন-এডি শাখায় এ্যকাউন্ট খুললে আপনাকে বেশি ঝামেলায় পড়তে হতে পারে।
এডি/AD শাখাঃ AUTHORIZED DEALER. বৈদেশিক বাণিজ্যিক শাখা, যেসব শাখায় আমদানি-রপ্তানী হয়ে থাকে এবং ডলার বিক্রয় হয়।
জার্মানিতে ব্লকড এ্যাকাউন্ট খোলার ধাপ সমুহঃ
১। বিদেশী স্টুডেন্ট এর এ্যাকাউন্ট খোলার ফরম পুরণ করতে হবে সাক্ষর ব্যাতীত।
২।পাসপোর্ট এবং অফার লেটার এর ফটোকপি
৩। এম্ব্যাসিতে গিয়ে উনাদের সামনে সাক্ষর করা এবং ৩ টা ডকুমেন্টস সত্যায়িত করা এম্ব্যাসি দারা
৪। এগুলোর ফটোকপি এক সেট আপনার স্টুডেন্ট ফাইলে জমা দেয়া।
৫। এরপর ডকুমেন্টস গুলো DHL এর মাধ্যমে কুরিয়ার করা
৬। ৫-১০ দিনের ভিতর জার্মান ব্যাংক আপনার নামে ব্লকড এ্যাকাউন্ট খুলে আপনাকে ই-মেইল করে জানাবে যদি ডকুমেন্টস সব ঠিক থাকে।
৭। অনেকে কনফিউজড যে কোন ব্যাংকে এ্যাকাউন্ট খুলব, শুধুমাত্র খোলা যাবে Deutsche Bank এ।
https://www.deutsche-bank.de/pfb/content/privatkunden/konto_international-students-en.html
http://www.hhl.de/fileadmin/texte/_relaunch/Application_German_Bank_Account_From_Abroad.pdf
টাকা জার্মানিতে পাঠাতে করনীয়
ই-মেইল এর প্রিন্ট কপি আপনার ব্যাংকের স্টুডেন্ট ফাইলে জমা করবেন এবং টাকা পাঠাতে যে সব ফরম পূরণ করতে হয় করে দিবেন, এরপরের কাজ আপনার ব্যাংক করে দিবে। আপনি অপেক্ষা করবেন।
ইন্টারভিউ এর সময় কি করবেন?
জার্মান ব্যাংক টাকা পাওয়ার পরে আপনাকে এবং এম্ব্যাসিতে জানিয়ে দিবে।আপনার ইন্টারভিউ এর সময় মেইল এর প্রিন্ট কপি নিয়ে জাবেন। যেকোন ধরনের দেরি হলে ব্লকড এ্যাকাউন্ট খোলার ফর্ম এ ই-মেইল অ্যাড্রেস আছে ওখানে মেইল দিয়ে জানতে পারেন।
এম্ব্যাসি কেন এ রকম নিয়ম করল?
আপনার কাছে মনে হতে পারে এগুল করে এম্ব্যাসি ভিসা পাওয়া কঠিন করে দিয়েছে, আমি মনে করি না, এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি সহায়ক হবে।বাংলাদেশের কিছু ব্যাংক টাকার বিনিময়ে ভুয়া ব্লকড এ্যাকাউন্ট সার্টিফিকেট দিয়েছে যা ধরা পরাই এই নিয়ম করেছে, আগের নিয়মের সু্যোগ নিতো ভুয়া এজেন্সিগুলো, যাদের দৌরাত্ত কিছুতা এখন কমবে।মালয়েশিয়াতে শুরুতেই এই নিয়ম চালু ছিল এবং এখনও আছে, আমাদের পাশের দেশ ভারতে তো Deutsche Bank এর একটা শাখাই আছে, সেখানে স্টুডেন্ট রা এ্যাকাউন্ট খুলে।
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
- ডয়েচ ব্যাংকে ব্লক একাউন্ট খোলা, ডকুমেন্ট পাঠানোর নিয়মাবলী এবং এম্ব্যাসির সহযোগীতা। আপডেটঃ ২৭ আগস্ট, ২০১৬
- জার্মানী তে জাঁকজমক বৈশাখী আড্ডার আয়োজন
- শেষ হলো সপ্তাহব্যাপী জার্মানীর ফ্রাংকফোর্টে আন্তর্জাতিক হস্তশিল্প বানিজ্য মেলা
- জার্মানের মাইন্সে বিজয় দিবসের অনুষ্ঠানে জার্মান ও বাংলাদেশীদের মিলনমেলা।
- ২০১৬ সালে উচ্চ শিক্ষায় জার্মানী গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য জার্মান দূতাবাসের একটি বিজ্ঞপ্তি।
- জার্মানীতে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে বইমেলা
- জার্মানে বাসুগ এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত!! আর্থ-সামাজিক উন্নয়নে রেমিট্যান্স এর কার্যকারিতা অনস্বীকার্য-বাসুগ