ইতালির ভেনিসে বৈশাখী মেলা ১৪২০ উপলক্ষে আসছে ১২ মে রোজ বরিবার, সকাল ১০.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।
অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ থেকে আগত কণ্ঠ শিল্পীঃ
আশরাফ বাবু (অরবিট ব্যান্ড)
নিশিতা বড়ুয়া (ক্লোজাপ ওয়ান)
ও স্থানীও শিল্পীঃ হাসান রানা,প্রিয়া, কৃষা, পলক, মানসী পাল, বাদল মন্দল ও চুন্নু।
সভাপতিঃ জনাব মোহাম্মদ আলী (বাংলাদেশ এসোসিয়েশন,ভেনিস)
সভা পরিচালনাঃ জনাব কাজী আব্দুর রাজ্জাক ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন,ভেনিস)
উপস্থাপনায়ঃ নাসির উদ্দিন কিশোর ও চমক রাহমান
আয়জনেঃ বাংলাদেশ এসোসিয়েশন, ভেনিস।
স্থানঃ সেন্ত্রো সোসাল,ভিয়া ফ্রাতেল্লি বান্দিয়েরা ৪৫,
মারঘেরা, ভেনিস।
প্রবেশ ফি/ শুভেচ্ছা মুল্লঃ ৫ ইউরো।
প্রবাসের মাটিতে আপনার,আমার ও আমাদের দ্বারা আয়োজিত সকল ধরনের সাংস্কৃতিক,রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান যেমনঃ মেলা,গান,খেলা-ধুলা,মিটিং,পিকনিক ও আলোচনা সভা সহ ইত্যাদি সকল অনুষ্ঠানের বিজ্ঞাপন দিতে ” এখানে ক্লিক করুণ ”।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
- ওয়াশিংটন ডিসিতে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী নিয়ে আসছে শীতকালীন পিঠা উৎসব।
- ইতালির রোমে বাংলাদেশী নৃত্য শিল্পী দ্বারা দেশীয় কালচার ও নৃত্যশিল্প নিয়ে পরিচালিত হচ্ছে নাচের ক্লাস।
- দৃষ্টি আকর্ষণ- চলো দ্বীপের খোঁজে, বনভোজনে।আমিওপারির পক্ষ থেকে বার্ষিক বনভোজন ২০১৫ এর আয়োজন।
- ব্রেকিং নিউজ এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন ও ইতালির উদ্যোগে প্রবাসীদের সমস্যা নিয়ে নতুন প্রোজেক্টের শুভ সূচনা।
- ইতালির ভেনিসে সম্মানিত সকল দেশের মা-দের নিয়ে এক মিলন মেলায় আয়োজন করা হয়েছে। ভেনিস কমুনি থেকে।
- শনিবার থেকে ইতালিতে মাস ব্যাপী “বাংলাদেশ” শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী
- অস্ট্রেলিয়ায় মাতৃ ভাষা দিবস উপলক্ষে ২০-২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্টল বুকিং চলছে।