• Mon. মে ২৯, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোম প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের জন্য “ইউরো ইলেক্ট্রো ডোমেস্তিসি”

ByLesar

Feb 24, 2014

ইতালির রোম প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের জন্য সুখবর। সম্পূর্ণ ভিন্ন আকারে ও নতুন সেবা দানের অঙ্গীকার নিয়ে ইতালির বুকে ইতালিয়ান ও বাঙ্গালী ভাইদের দ্বারা পরিচালিত “ইউরো ইলেক্ট্রো ডোমেস্তিসি” একটি মাল্টি প্রতিষ্ঠান। এখানে অতি দক্ষতার সহিত আপনার মূল্যবান সামগ্রী মেরামত সহ নতুন ও পুরাতন পণ্য ক্রয় করতে পাড়বেন তাও আবার গ্যারান্টি সহ। ইলেকট্রিক ও ফেরামেন্তার সকল প্রকার মালামাল,ডিস এন্টেনা, রিসিভার, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন, নতুন ও পুরাতন যে কোন কম্পিউটার ও কম্পিউটার এর এক্সেসরিস এবং আরো অন্যান্য নানা রকম সরঞ্জ্রাম সহ সকল খুচরা যন্ত্রাংশ সুলভ মূল্যে পাওয়া যায়। আরো বিস্তারিত জানতে চলে আসুন সরাসরি আমাদের দোকানে।

যোগাযোগঃ

Via Pietro Rovetti 15/c, 00177

(Zona – Tor Pignattara) Rome, Italy.

Phone: +39  062427025

Cell: +39 3202332881   

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published.