খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী স্মার্ট ফোন অ্যাপ্লিকেশান Whatsapp এ যুক্ত হতে যাচ্ছে ফ্রী ফোন কল করার সুবিধা। এতদিন Viber দিয়ে অনলাইনের মাধ্যমে বিশ্বে ফ্রী মেসেজ ও ফোন কল করা গেলেও এর আগে বের হওয়া Whatsapp দিয়ে কল করার ব্যবস্থা ছিলোনা। তবে Whatsapp দিনে দিনে জনপ্রিয়তা পাওয়ার কারনে গত মঙ্গলবার ফেসবুক এর প্রতিষ্ঠাতা ১৯ বিলিয়ন ডলার এর বিনিময়ে কিনে নেয় এই Whatsapp অ্যাপ্লিকেশান টিকে। যার বর্তমান গ্রাহক সংখ্যা ৪০০ মিলিয়ন। Whatsapp অ্যাপ্লিকেশান এর জন্মদাতা Jan Koum বলেন গত ৫ বছর আগে এটি তৈরি করা হয় এবং তখন এর তেমন কোন গ্রাহক ছিল না এবং সে এটি নিয়ে কোন প্রকার প্রচারনার কাজ করেনি কিন্তু তবুও এটি খুব দ্রুত মানুষের মুখে মুখে সবার কাছে ছরিয়ে গেছে। আর এর এত জনপ্রিয়তা দেখে ফেসবুক এটি ক্রয় করে নিতে বাধ্য হয়। এবং ফেসবুকের পক্ষ থেকে বলা হয় এটির মাধ্যমে তাদের গ্রাহকদের আরো উন্নত মানের সেবা প্রদানের জন্যই এতে সংযুক্ত হতে যাচ্ছে কল করার সুবিধা। তবে এতে এর ব্যবহারকারীরা কোন রকম ক্ষতির কবলে পরবেনা বলেও জানানো হয়।
Whatsapp এ সংযুক্ত হতে যাচ্ছে ভয়েস কল করার সিস্টেম

এন্ড্রয়েড ফোনে বাংলা দেখায় সমস্যার সমাধান নিয়ে নিন মাত্র ১ মিনিটে।
অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ফোন বা ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য ১৬টি গুরুত্বপূর্ণ টিপস
মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের বিভিন্ন সেবাকে জনগনের কাছে পৌছে দিতে সমগ্র ঢাকা মহানগরীর জন্যে পুলিশের ...
আপনার Android ফোনটি দিয়ে খুব সহজেই দেখে নিন ইতালিতে ট্রেনের সময়সূচি কিংবা বর্তমান অবস্থান
মোবাইল কেনার আগে অনলাইনেই জেনে নিন মোবাইল টি আসল নাকি নকল/কপি!
Android ডিভাইসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা রিকভার অথবা বাইপাস করবেন