• Sat. Jun ৩, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

রোমে ৪ জন চাইনিজ কে গ্রেফতার সহ ২ মিলিয়ন মুখোশ ও খেলনা আটক।

ByLesar

Feb 24, 2014

ইতালির রোমে চাইনিজদের পাইকারি পণ্য বিক্রয় করার নামকরা এলাকা Via dell’Omo  থেকে ইতালিয়ার ফিনান্সিয়াল বিভাগের পুলিশের কাছে অস্বাস্থ্য কর এবং দেহের জন্য বিপদজনক এরকম প্রায় ২ মিলিয়ন বাচ্চাদের মুখোশ ও খেলনা নিয়ে ধরা পরে চাইনিজ এর চার জনের একটি গ্রুপ। ইতালির কারনেভালে নামক অনুষ্ঠানে পুরো ইতালি জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে  এই মুখোশ ও খেলনা বিক্রি করার জন্য চাইনিজ এই গ্রুপটি এগুলো চাইনা থেকে আমদানি করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তদন্ত করার সময় এর পর্যাপ্ত পরিমান স্বাস্থ্যসম্মত সার্টিফিকেট দেখাতে না পারলে উক্ত পণ্য ইতালির ল্যাবরেটরিতে পাঠিয়ে যাচাই করেন ইতালিয়ান পুলিশ এবং সেখানকার রিপোর্টে বলা হয় এতে অস্বাস্থ্য কর এবং বাচ্চাদের দেহের জন্য বিপদজনক পদার্থ রয়েছে যা শ্বাসপ্রশ্বাস ও চোখের জন্য মারাত্মক ক্ষতিকারক। আর তাই সেই ২ মিলিয়ন মুখোশ ও খেলনা জব্দ করা সহ ঐ চার জন চাইনিজ নাগরিকের উপর মামলা করা হয়।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published.