ইতালির রোমে চাইনিজদের পাইকারি পণ্য বিক্রয় করার নামকরা এলাকা Via dell’Omo থেকে ইতালিয়ার ফিনান্সিয়াল বিভাগের পুলিশের কাছে অস্বাস্থ্য কর এবং দেহের জন্য বিপদজনক এরকম প্রায় ২ মিলিয়ন বাচ্চাদের মুখোশ ও খেলনা নিয়ে ধরা পরে চাইনিজ এর চার জনের একটি গ্রুপ।
ইতালির কারনেভালে নামক অনুষ্ঠানে পুরো ইতালি জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মুখোশ ও খেলনা বিক্রি করার জন্য চাইনিজ এই গ্রুপটি এগুলো চাইনা থেকে আমদানি করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তদন্ত করার সময় এর পর্যাপ্ত পরিমান স্বাস্থ্যসম্মত সার্টিফিকেট দেখাতে না পারলে উক্ত পণ্য ইতালির ল্যাবরেটরিতে পাঠিয়ে যাচাই করেন ইতালিয়ান পুলিশ এবং সেখানকার রিপোর্টে বলা হয় এতে অস্বাস্থ্য কর এবং বাচ্চাদের দেহের জন্য বিপদজনক পদার্থ রয়েছে যা শ্বাসপ্রশ্বাস ও চোখের জন্য মারাত্মক ক্ষতিকারক। আর তাই সেই ২ মিলিয়ন মুখোশ ও খেলনা জব্দ করা সহ ঐ চার জন চাইনিজ নাগরিকের উপর মামলা করা হয়।
রোমে ৪ জন চাইনিজ কে গ্রেফতার সহ ২ মিলিয়ন মুখোশ ও খেলনা আটক।

ইতালিতে পবিত্র কোরআনে আগুন ও মসজিদের প্রবেশ দ্বারে শয়তানের আস্তানা লেখার প্রতিবাদে বিক্ষোভ মিশিল
রাজউক এর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের একটি প্লট বিক্রয় করা হবে। সরাসরি মালিক দ্বারা।
ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশী শিশুশিল্পীদের ফ্যাশান শো
পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান ও পিরোজপুর-৩ আসনের এমপি ডঃ রোস্তম আলী ফরাজীর ইতালি আগমন উপলক্...
ইতালির রোমে বর্ণবাদীদের হামলা রুখে দাঁড়াতে বিক্ষোভ মিছিল
রোমে দুর্বৃত্তের কবলে ২ বাংলাদেশী