• Mon. Mar ২৭, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ভেনিস বাংলা স্কুলের কমিটি পূণঃগঠন উপলক্ষে সদস্য সংগ্রহ শুরু হয়েছে

ভেনিস বাংলা স্কুলের কমিটি পূণঃগঠন উপলক্ষে ১লা মার্চ থেকে ১৫ ই জুলাই পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ইতালির ভেনিসে বসবাসকারী বাংলাদেশী সকল প্রবাসীদের প্রতি বিনীত আহবান জানানো হচ্ছে স্কুলের নির্দিষ্ট সদস্য ফরম পূরণ করে সদস্যপদ গ্রহন করার জন্য।
ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন-
ভেনিস বাংলা স্কুল
ভিয়া সেরনালিয়া ৪৩,
ভেনিস, ইতালি।
সময়ঃ প্রতি রোববার বিকাল ৩টা থেকে ৫:৩০মিনিট পর্যন্ত।
মোবাইল- ৩৩৯১০৬৯৪৯৬ (Tim)
ধন্যবাদান্তে-
সৈয়দ কামরুল সরোয়ার
সভাপতি, ভেনিস বাংলা স্কুল
ইতালি।

One thought on “ভেনিস বাংলা স্কুলের কমিটি পূণঃগঠন উপলক্ষে সদস্য সংগ্রহ শুরু হয়েছে”

Leave a Reply

Your email address will not be published.