সৌদি আরবের তায়েফ অঞ্চল থেকে জুয়া খেলার সময় ১১ জন বাংলাদেশি শ্রমিককে হাতেহাতে আটক করেছে সৌদি পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২১ হাজার ৩৮৮ রিয়াল জব্দ করা হয়।দেশটির মক্কা এলাকার পুলিশের মুখপাত্র ড. আথে আল-কুরাইশি বলেছেন, পুলিশ ঘটনা টের পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালাতে গিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি ছুরিও উদ্ধার করা হয় বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন বলেছেন, আমি এ ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।
তিনি আরো বলেন, যদি বাংলাদেশি এসব শ্রমিক দোষী প্রমাণিত হয় তাহলে তাদের কমপক্ষে ৬ মাস অথবা একবছর কারাভোগ করতে হবে এবং ১ হাজার থেকে ১২০০ রিয়াল জরিমানা দিতে হতে পারে।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
অ্যামেরিকার কলেজ সমপরিমাণ ছাত্র-ছাত্রীরা শিখছে বাংলা ভাষা অবশ্যই দেখুন।
মানবজাতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে 'ইবোলা' ভাইরাস।
আমিরাতে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষ,২ বাংলাদেশি নিহত, আহত ৫ জন
বিশ্বে ৮৫তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট, সংকুচিত হচ্ছে আওতা
বোস্টনে আমেরিকান ফ্যাশন শো'তে বাংলাদেশি মডেল প্রশংসিত
ওয়াশিংটন ডিসিতে ঐতিহ্যবাহী প্রিয় বাংলা পথমেলা-২০১৫