• u. Sep ২৮, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সৌদি আরবে জুয়া খেলার সময় ১১ বাংলাদেশি আটক

ByFazle Rabbi

Mar 4, 2014

সৌদি আরবের তায়েফ অঞ্চল থেকে জুয়া খেলার সময় ১১ জন বাংলাদেশি শ্রমিককে হাতেহাতে আটক করেছে সৌদি পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২১ হাজার ৩৮৮ রিয়াল জব্দ করা হয়।দেশটির মক্কা এলাকার পুলিশের মুখপাত্র ড. আথে আল-কুরাইশি বলেছেন, পুলিশ ঘটনা টের পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালাতে গিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি ছুরিও উদ্ধার করা হয় বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন বলেছেন, আমি এ ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

তিনি আরো বলেন, যদি বাংলাদেশি এসব শ্রমিক দোষী প্রমাণিত হয় তাহলে তাদের কমপক্ষে ৬ মাস অথবা একবছর কারাভোগ করতে হবে এবং ১ হাজার থেকে ১২০০ রিয়াল জরিমানা দিতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.