“ভেনিস” যেটিকে ইতালির জলকন্যা বলা হয়। আর যার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে প্রতি বছর এখানে এসে ভীর জমান বিশ্বের সকল দেশের পর্যটকগন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ফিল্ম নির্মাতারা তাদের ছবির একটি দৃশ্যর জন্য হলেও এই জলকন্যার সাথে দেখা করতে ছুটে চলে আসে এখানে। আর এ-সব কিছুর প্রতি লক্ষ্য রেখে ইতালির নগরী ভেনিসের কমুনিও এই শহরটির পরিস্কার পরিচ্ছন্নতা ও যাতে করে টুরিস্ট দের কোন সমস্যা না হয় বা কিভাবে ওদের আরো বেশি ভালো মানের সেবা দেওয়া যায় তা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। আর তারি ধারাবাহিকটায় ইতালির নগরী ভেনিসের Margherate তে পরশুদিন লাল রঙ্গের নতুন টেকনোলোজি সংযুক্ত একটি ট্রাম piazzale Giovannacci তে (centro commerciale Panorama) পানোরামা মার্কেট এর কাছে যেখানে নতুন কাপোলিনেয়া বা শেষ স্তপিজ করা হয়েছে সেখানে এটিকে পরীক্ষামূলক ভাবে নামানো হয়ে থাকে এবং সম্পূর্ণ বিষয়ে পরীক্ষা চলা পর্যন্ত প্রতি মঙ্গল বার এটিকে সেই খানে দেখা যাবে, মানে পরীক্ষা মূলক কাজ চলবে। ভেনিস পৌরসভার মেয়র থেকে বলা হয় যদি সব কিছু ঠিক থাকে তাহলে ১০ মার্চ থেকে ১৫ মার্চ এর মধ্যে এই ট্রাম টিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং তার পর থেকে সবাই এই নতুন ট্রামটিতে যাতায়াত করতে পারবে।
ইতালির ভেনিসের Margherate তে আগামী সপ্তাহ থেকে নতুন ট্রামের দেখা মিলবে।
ইতালির ভেনিস বাসীদের জন্য সুখবর!!
ইতালির নগরী ভেনিস ও পার্শ্ববর্তী এলাকার সেহেরী ও ইফতারের সময়সূচী
তলিয়ে যাচ্ছে স্বপ্নের শহর ইতালির ভেনিস
একটি শোক সংবাদ! ইতালির ভেনিসে এক প্রবাসী বাংলাদেশী ভাইয়ের ইন্তেকাল
ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে ৪৩ তম মহান বিজয় দিবস উৎযাপন
ইতালির নগরী ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।