সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশ কমিউনিটি সুইজারল্যান্ড এর উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার মাননীয়া ডঃ শিরিন শারমীন চৌধুরী কে গণ সংবর্ধনা দেয়া হয় । স্থানীয় হোটেল ক্রাউন প্লাজায় বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত দশজন সংসদ সদস্য, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের মাননীয় রাষ্ট্রদুত জনাব মোঃ আব্দুল হান্নান , সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান খলিলুরের সন্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ চৌধুরী ।প্রধান অতিথীর বক্তবে্য ডঃ শিরিন শারমীন চৌধুরী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেয়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে করেন । সুইজারল্যান্ডের প্রবাসী বাংগালীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় স্পীকার প্রবাসীদের ভোটার আই ডি কার্ড ,ভোটাধিকার , সংসদে প্রবাসী সংসদ সদস্য, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কার্যকর সংসদ পরিচালনার ব্যাপারে আশ্বস্থ করেন । আরও বক্তব্য রাখেন মোঃ সাহাবুদ্দীন -মাননীয় হুইপ , বাংলাদেশ জাতীয় সংসদ, মোঃ তাজুল ইসলাম চৌধুরী এম পি, এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি, মোঃ রুস্তম আলী ফরাজী এম পি, নাজমুল হক প্রধান এম পি প্রমুখ । প্রবাসী বাংলাদেশী কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন অরুন বরুয়া, নজরুল জমাদ্দার, মোজাম্মেল হক জুয়েল,দিবাকর পাল কল্যান , আশরাফ উদ্দীন লিটন সহ আরও অনেকে।
সুইজারল্যান্ডে বাংলাদেশের প্রথম নারী স্পীকার মাননীয়া ডঃ শিরিন শারমীন চৌধুরী কে গণ সংবর্ধনা

বিদায় ২০১৪ : শ্রমবাজার ধ্বংসের বছর
ভারতীয় মন্ত্রীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু! ভিডিওতে দেখুন বিস্তারিত।
লন্ডনে ইতালিয়ান বাংলাদেশীদের বর্ষবরণ বর্ণিল ১৪২৩
রপ্তানি বানিজ্য ঘাটতি মোকাবেলায় ল্যাটিন আমেরিকাকে আরো প্রায়োরিটি দিতে হবে : রাষ্ট্রদূত মিজারুল কায়েস...
সিঙ্গাপুরে অঘটন ঘটিয়ে দিলো ভারতের মানুষ
বিভিন্ন দেশের সৎ লোকের সংখ্যা বেড় করার জন্য একটি জরিপ চালালো হয়!দেখুন ভিডিও প্রতিবেদনটি।