সম্মানিত সুধী,
আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৯শে মার্চ ২০১৪ রোজ শনিবার Culturale del Bangladesh,Arezzo এর আমন্ত্রণে দেশ থিয়েটার এর সারা জাগানো নাটক “প্রবাসের হাসি কান্না” casa della culture del Comune di Arezzo এর হল রুমে মঞ্চায়ন হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই স্ব-পরিবারে আমন্ত্রিত।
সৌজন্যেঃ দৈনিক প্রবাসী, রোম – ইতালি।
প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ আপনিও চাইলে আপনার সাথে ঘটে যাওয়া যেকোনো লেখা বা প্রবাসে আপনাদের দ্বারা পরিচালিত যেকোনো সামাজিক,রাজনৈতিক,সাংস্কৃতিক অনুষ্ঠানের ফ্রী প্রচারনা মূলক লেখা আমিওপারিতে নিজে নিজেই প্রকাশ করতে পারবেন। কিভাবে আমিওপারিতে আপনার লেখা প্রকাশ করবেন জানতে এখানে ক্লিক করুণ।