সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ ৬ এপ্রিল , ৯ম ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল অব জেনেভা (ফিফগ)-২০১৪ এ প্রদর্শিত হলো সামিয়া জামান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি -আকাশ কত দুরে । ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জুলফিকার রাসেল । ছবিটির ইউরোপ প্রিমিয়ার শো তে যোগদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ । বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চ্যানেল-আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং চলচিত্রটির পরিচালক সামিয়া জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং জেনেভাস্থ স্থায়ী মিশনের রাষ্ট্রদুত জনাব এম এ হান্নান । আরও উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর তাহের হোউচি, সুইজারল্যান্ড বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ রহমান খলিলুর, আমজাদ চৌধুরী , সাদাত হোসাইন, নেজাম উদ্দিন, রফিকুল ইসলাম আকাশ, মাসুম খান, হারুন অর রশিদ বেপারী, আশরাফুল আলম লিটন প্রমুখ । উল্লেখ্য যে, ৪ এপ্রিল- ১৩ এপ্রিল ২০১৪ পর্যন্ত বিভিন্ন দেশের ১০০ টি চলচিত্র এ ফেষ্টিভ্যালে প্রদর্শিত হবে । জেনেভা সিটির সংস্কৃতি অধিদপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের ২০০ সহযোগী পার্টনারদের সার্বিক সহযোগিতায় এ বিশাল আয়োজন, তন্মদ্ধে বাংলাদেশের মিডিয়া পার্টনার চ্যানেল-আই অন্যতম।
সুইজারল্যান্ডের জেনেভার ফিল্ম ফেস্টিভ্যালে বাংলা ছবি -আকাশ কত দুরে

জার্মানিতে উচ্চশিক্ষা, শিক্ষার্থী একক মা,বাবা হলেও ভাবনা কম
বৃটেনে মসজিদে হামলা করতে এসে মুগ্ধ হয়ে ফিরে গেলেন ইসলাম বিদ্বেষীরা
সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সুইজারল্যান্ড এর লুজানে অনুষ্ঠিত হল“STRAIGHT DIALOGUE IN SWITZERLAND”
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র ২০১৫ সালের অ্যাওয়ার্ড পাচ্ছেন যাঁরা
সুইজারল্যান্ডে এরসেল নাক্ট এ বাংলা স্কুল
সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহ্যবাহী পিঠামেলা