সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃআগামী ৭ সেপ্টেম্বর মন্চায়নের লক্ষে মহড়া চলছে সুইজারল্যান্ড প্রবাসী বাংলা ভাষাভাষীদের থিয়েটার গ্রুপ- সুইচ-বাংলা থিয়েটারের প্রথম প্রযোজনা বিয়ে বিড়ম্বনার । গত ৩১ শে মার্চ থেকে প্রযোজনা ভিত্তিক কর্মশালা শেষে- বিয়ে বিড়ম্বনার নির্দেশনা দিচ্ছেন, ঢাকার নাট্যদল নাটুকের দলপ্রধান, নির্দেশক, অভিনেতা আল্ নোমান। বিশ্ববিখ্যাত ব্যাংগ-রসাত্মক নাট্যকার মলিয়্যের রচিত-লা ম্যারেজ ফোর্স এর বাংলায় অনুবাদ করেছেন অরুপ রুদ্র। রুপান্তর ও পরিকল্পনায় রয়েছেন চট্রগাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক- অসীম দাস। অভিনয়ে রয়েছেন, আল্ নোমান, রহমান খলিলুর, নেজাম উদ্দীন, আমজাদ চৌধুরী, রফিকুল ইসলাম আকাশ, আশরাফুল আলম লিটন, সাদাত হোসাইন, মিলি হোসাইন, মাসুম খান, কুদরত এলাহী টুকু, তানভীর চৌধুরী, মামুন, অরুন বড়ুয়া প্রমুখ।
সুইজারল্যান্ডে মহড়া চলছে সুইচ-বাংলা থিয়েটারের নাটক বিয়ে বিড়ম্বনার

জার্মানির হামবুর্গ বন্দরে কিভাবে মাদক সনাক্ত করা হয় তা নিয়ে দেখুন একটি ভিডিও প্রতিবেদন।
ব্রিটিশ রিফুজি পাসপোর্ট ধারীদের জন্য নতুন আইন। ইউরোপের কোনো দেশে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে।
গ্রীসের রাষ্ট্রদূতকে সরাতে আইওএমকে ‘বলির পাঁঠা’ বানাবার নেপথ্যে
ফ্রান্সে সত্যিকার শিশুকন্যা মোগলির কাহিনী
বৃটেনে ইতালি পাসপোর্টধারী বাংলাদেশীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
গ্রীসের রক্তাক্ত স্ট্রবেরি : নেয়া মানোলাদা দিবস আজ (ভিডিও)
Schengen visa na hole kagoj kora jabe