ইতালির Camera dei Deputati ১ সেন্ট ও ২ সেন্ট স্তগিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এর কারন হিসেবে তারা জানায় যে এটির উৎপাদন মূল্য অনেক বেশি অন্যদিকে এই ১ সেন্ট ও দুই সেন্ট সেই পরিমান ব্যাবহার করা হয় না। এ নিয়ে ইতালির কামেরা দেই ডেপুটিতে এক আলোচনায় তারা বলেন ২০০২ থেকে আজ পর্যন্ত ৫,১ বিলিয়ন monete বা মুদ্রা উৎপাদন করা হলেও এর যথার্থ ব্যবহার করা হচ্ছে না। অন্যদিকে শুধু মাত্র ২০১৩ সালের মধ্যে প্রায় ২১ মিলিয়ন ইউরোর মতো ব্যয় করা হয় এই ১ সেন্ট ও দুই সেন্ট মুদ্রা নির্মাণে। ইতালিতে একটি জরিপে দেখা গেছে এই ১ সেন্ট ও দুই সেন্ট কোন অটোমেশিনে ব্যবহার করা হয় না এবং বিভিন্ন ক্ষেত্রেও এর ব্যবহার করা হয় না বললেই চলে। আর এ সব কিছু মিলিয়ে তারা এই সিন্ধান্তে পৌছতে বাধ্য হচ্ছে যে, এখন থেকে আর ইতালিতে নতুন কোন ১ সেন্ট ও দুই সেন্ট এর মুদ্রা উৎপাদন করা হবে না।
ইতালি থেকে চির বিদায় নিচ্ছে ১ সেন্ট ও ২ সেন্ট এর মুদ্রা

ইতালীয়ান পিৎজ্জা ও তার ইতিহাস ভিডিও সহ
ইতালি আসতে চান? তাহলে অবশ্যই পড়ুন!!! সতর্কমূলক পোস্ট পার্ট- ১
ইতালির নগরী রোমের অবৈধদের বর্তমান রাত্রিযাপন নিয়ে ইতালিয়ান টিভি চ্যানেল এর একটি প্রতিবেদন।
এবার দেখুন ইতালির নগরী রোম ও মিলানে প্রবাসীদের তৈরি বিশ্বকাপ ২০১৪-এর থিম ফ্ল্যাশ মব।
ইতালি আসতে চান? তাহলে অবশ্যই পড়ুন!!! সতর্কমূলক পোস্ট পার্ট- ২
ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু তথ্য