শাইরা হোসেন রানী,ইতাল্য-রোমঃ বর্ণবাদীদের আক্রমণে ইতালির বন্দর নগরী পিজায় এক প্রবাসী বাংলাদেশীর নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইতালি প্রবাসী বাঙ্গালী কমিউনিটি। ১৪ই এপ্রিল সোমবার আনুমানিক রাত ১২:৩০ মিনিটে কিছু শ্বেতাঙ্গ যুবকের আক্রমণে আহত হন জাকির হোসেন, গুরুতর আহত জাকির হোসেন কে হাসপাতালে নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা যান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে পিজায় বসবাসরত বাঙ্গালী সহ সকল অধিবাসীরা ক্ষোভে ফেটে পরে এবং বিচারের দাবিতে মিছিল করে। ঘটনার বিস্তারিতঃ ১৪ই এপ্রিল সোমবার আনুমানিক রাত ১২:৩০ মিনিটে কোরসো ইতালিয়ায় প্রবাসী বাংলাদেশী জাকির হোসেনকে একদল উস্রিঙ্খল যুবক নির্মম ভাবে মারধর করে রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। ঘটনার পূর্ব মুহূর্তে ভারতিও নাগরিক পাঞ্জাবিয়ার পারমিজাত বাঙ্গাত কতিপয় যুবককে সাহায্যের জন্যে এগিয়ে এলে হত্যাকারী দলের সাথে পারমিজাত এর কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এবং এতে সন্ত্রাসী দল অবস্থা বিগতিক দেখে ঘটনা স্থল ত্যাগ করে। ঐ সময় কাজ থেকে ফিরতি পথে মঞ্জু আহমেদ ও মাইনুল হাসান নামে দুই বাংলাদেশী যুবক জাকির কে আহত অবস্থায় দেখতে পান। সাথে সাথে এ্যাম্বুলেন্স কল করা হলেও প্রায় ৩০ মিনিট পার হওয়ার পরেও এ্যাম্বুলেন্স না আসায় তারা নিকটবর্তী থানা প্রশাসনকে অবহিত করেন। বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টটিতেঃ
ক্ষোবে উত্তাল ইতালি প্রবাসী বাংলাদেশীরা বিচারের দাবিতে চলছে মিছিল ও আলোচনা সভা।

বিজ্ঞাপন একটি SAMSUNG GALAXY S2 সেট বিক্রি করতে চাই।
যুবক বেকারের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ৪০ দশমিক ৬ শতাংশ।
ইতালির বোলজানো থেকে,প্রবাসে রাজনীতির অন্তরায়
ইতালিতে ৯০০ অভিবাসীর সলিলসমাধি হলেও এই সেই সৌভাগ্যবান বাংলাদেশী
ইতালীতে বসবাসকারী প্রায় সব প্রজাতির প্রবাসী মিলে নাচের প্রতিযোগীতা
ইতালিতে সোনার তৈরি রেস্টুরেন্ট!