• Sun. Sep ২৪, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বিনামূল্যে ফেসবুক ব্যবহার করা যাবে।

ByNoyan Abdul

May 5, 2014

নয়ান আব্দুল……………..আলাদা করে ইন্টারনেট সংযোগ নেওয়ার দিন ফুরচ্ছে। ইন্টারনেট কানেকশন ছাড়াই এখন থেকে ফেসবুক ব্যবহার করা যাবে। ফেসবুক অ্যাপে ক্লিক করেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে৷ কাড়ি কাড়ি টাকা খরচ করে আর সাইট ঘাঁটতে হবে না বিশ্বকে৷ আর এর পুরো অবদান দিতে হবে মার্ক জুকারবার্গকে।এর জন্য প্রয়োজন হবে টাইটান ড্রোন। আর সেটি কিনছে ফেসবুক৷ যার মাধ্যমে পাওয়া যাবে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা।

এবার ফেসবুকের লক্ষ্য বিশ্ববাসীকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া৷ এর আগে হোয়াটস অ্যাপ দখল করেছিল তারা। সেই লক্ষ্য নিয়েই এগচ্ছেন মার্ক জুকারবার্গ৷১৯০০ কোটি ডলারে মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের পর জুকারবার্গ কিনতে চলেছেন চালকবিহীন বিমান বা ড্রোন৷ আর এই ড্রোনের মাধ্যমেই ফেসবুক বিশ্বজুড়ো কোনও খরচ ছাড়াই ইন্টারনেট পরিষেবা দিতে চাইছে৷

এ বিষয়ে আমেরিকার একটি জনপ্রিয় ওয়েবসাইট জানাচ্ছে, সৌরশক্তিতে আকাশে উড়ে চলা চালকবিহীন বিমান বা ড্রোন নির্মাণ সংস্থা টাইটান অ্যারোস্পেস কিনতে চলেছে জুকারবার্গের ফেসবুক৷ পাকা কথা প্রায় হয়ে গিয়েছে৷এখন শুধু সই-সাবুদ পর্বটা বাকি৷ আর এই ড্রোনে সাহায্যেই ফেসবুকের আরও সহজলভ্য করে তুলতে চাইছে ইউজারদের কাছে৷

প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, ফেসবুক ড্রোন নির্মাণ সংস্থাটি কিনছে নিঃখরচে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য৷ বিশেষ করে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকা প্রথম লক্ষ্য ফেসবুকের৷ তারপর বিশ্বের কোণে কোণে পৌঁছে যাবে খরচহীন ইন্টারনেট পরিষেবা৷

এর জন্য ১১ হাজার ড্রোন তৈরি করবে ফেসবুক৷ আর  সেগুলো আকাশে উড়বে সৌরশক্তির মাধ্যমে৷ তার থেকেই মোবাইলে, ল্যাপটপে এবং ডেক্সটপে পৌঁছে যাবে ইন্টারনেট কানেকশন৷ ফেসবুকসহ ওয়েবসাইট ঘাঁটাঘাটির জন্য আর খরচ করতে হবে না। টাকা ছাড়াই ব্যবহার করা যাবে ইন্টারনেট সেবা।

 

Noyan Abdul

আমি এ সাইট এ নতুন এক জন লেখক...............

Leave a Reply

Your email address will not be published.