মোবাইলে ভিডিও দেখছেন মন দিয়ে, তা দেখুন কিন্তু চোখ সরালেই বিপদ। মোবাইল থেকে চোখ সরালেই বন্ধ হয়ে যাবে ভিডিও। চোখের মণির ইশারাতে চলবে আপনার মোবাইলের ভিডিও। বিখ্যাত মোবাইল সংস্থা স্যামসং ট্যুইটারের মাধ্যমেই জানিয়েছে এই তথ্য।এই ফোনের স্ক্রীনকে চোখের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও এই ফোনের আরও এক চমৎকার বিষয় হল এটি একসঙ্গে দুটি ছবি তুলতে পারে। এই ফোনে ‘স্মার্ট পজ’ নামের একটি ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীর চোখ মোবাইল থেকে সরলেই মোবাইলের ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এই স্মার্ট ফোনে ‘স্মার্ট স্ক্রোল’ সফটওয়্যার ইমেল ও অন্যান্য ফিচার দেখার জন্য ব্যবহারকারীর চোখ ও হাতের কব্জিকে বিশ্লেষণ করে। তাই এটি টাচস্ক্রিন ফোন হলেও এতে আঙুল ছোঁয়ানোর প্রয়োজন নেই স্ক্রিনের উপর থেকে হাত নাড়লেই এটি কাজ করবে।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]