আমাদের অনেকেই অনেক দিন ধরে ইতালি থেকেও বলতে পারিনা ইতালি কয় ঋতুর দেশ এবং এর নাম গুলো কি। কেননা অনেকে মনে করেন এটি তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু আমার মতে যে দেশে থাকি সেই দেশের ঋতু সম্পর্কে বলতে না পারাটা খুব লজ্জার একটি বিষয়। কাজেই যদি কোন ইতালীয়ান আপনাকে জিজ্ঞেস করে আপনার দেশের ঋতু সম্পর্কে, তাহলে আপনি কি বলবেন? নিজের দেশের সম্পর্কে বলতে প্রথমেই আপনাকে ওদের সম্পর্কে জেনে নিতে হবে। আর তাই আমিওপারি আপনাদের জন্য ইটালি,বাংলাদেশ,ব্রিটেন ও ফ্রান্স এর ঋতু সম্পর্কে বিস্তারিত দিয়ে একটি চিত্র তুলে ধরেছে। আশা করি আপনাদের কাজে লাগবে। এবং এভাবে আপনি আমাদের দেশের মতো ওদের ঋতু সম্পর্কেও জেনে নিতে পারবেন। কেননা কাল আপনাকে কোন ইতালিয়ান প্রশ্ন করতেই পারে!! তাই এই বিষয়টি নিজে শিখুন এবং আপনার পরিচিতদের কাছে আমাদের এই লেখাটি শেয়ার করে পৌঁছে দিন যাতে করে তারাও শিখতে পারে। উল্লেখ্য আমিওপারি আপনাদের জন্য ইতালিয়ান ভাষা শিখার কোর্স করে যাচ্ছে। যেখানে আপনারা ঘরে বসে বাংলায় ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে খুব সহজে ইতালিয়ান ভাষা শিখে নিতে পারবেন। আমাদের সেই অনলাইন স্কুলের কোর্স গুলোতে যেতে এখানে ক্লিক করুণ।
[[ আপনি জানেন কি? আমিওপারি ওয়েব সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা প্রকাশ করার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকেবঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন এখানে ক্লিক করে। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন বিস্তারিতু জানতে এখানে ক্লিক করুণ। ]]