গত ৬ জুলাই রবিবার জেনেভা বোম্বে রেষ্টুরেন্টের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মাহফিলে জেনেভা প্রবাসী বাংলাদেশী ছাড়াও লুজান মসজিদ কমিটিকে আমন্ত্রন করা হয় । লুজানে স্থায়ী মসজিদ নির্মানের লক্ষে প্রবাসী মুসলিম ভাইদেরকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান হয় । সংক্ষিপ্ত বক্তব্যে বোম্বে রেষ্টুরেন্টের মালিক আমজাদ চৌধুরী ও বাবুল বিশ্বাস রমজান মাসব্যাপি সকল মুসলিম ভাইদের বিনামুল্যে ইফতারের আমন্ত্রন জানান । দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রহমান খলিলুর, মোঃ মহসিন, শ্যামল খান, মাসুম খান, শাহাদাত হোসেন, মাহাবুবুর রহমান, মোঃ হোসেন, মারুফ আনোয়ার, কুদরত এলাহী টুকু, আশরাফুল আলম লিটন, নিজাম উদ্দিন, মোঃ কান্তা, মোঃ জসিম, মোঃ মোস্তফা সহ আরও অনেকে। দোয়া মাহফিলে বিশ্বের সকল মুসলিমদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বোম্বে রেষ্টুরেন্টে জেনেভা সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের ইফতার পার্টি!
যথাযথ মর্যাদায় জার্মানীর বনে অনুষ্ঠিত হলো একুশের কর্মসূচী
চাটুকার সাংবাদিকদের গনভবনের বাইরে রাখুন মাননীয় প্রধানমন্ত্রী
সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালন করলো বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড
স্পেনে বাংলাদেশী গুম, অবশেষে লাশ
ইতালি থেকে প্রায় ১ হাজার বাঙ্গালী স্থায়ী ভাবে পারী জমিয়েছে লন্ডনে। দেখুন এ নিয়ে একটি ভিডিও প্রতি...
নেদারল্যান্ডে গানে গানে বাংলা বর্ষবরণ ১৪২২ উদযাপিত