ইতালির নগরী ব্রেসচিয়াতে একটি ৪ তারকা আবাসিক হোটেল Gardone তে কাজ করতো ২৭ বছরের এক বাংলাদেশি। কর্মরত অবস্থায় গতকাল আনুমানিক রাত ৯:৩০ এর দিকে হোটেলের সামনে এক ক্লায়েন্ট কে হোটেলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাইরে থেকে হোটেলে প্রবেশ করার সময় জেব্রাক্রস দিয়ে রাস্তা পার হচ্ছিলো। যখনি রাস্তার মাঝখানে এসেছে তখনি তার সাথের ব্যক্তিটি খুব জোড়ে একটি শব্দ পায় এবং পিছনে তাকিয়ে রীতিমতো সে অবাক!! মানে একটি গাড়ি এসে বাংলাদেশি সেই ভাইটিকে চাপা দিয়ে দিয়েছে। তবে সাথে সাথে হোটেল কর্টিপক্ষ এম্বুল্যান্স কল করলে তাকে সেই এলাকার নির্দিষ্ট হাঁসপাতাল all’ospedale di Gardone তে নিয়ে যায়। আহতের অবস্থা আশংকা জনক। উল্লেখ্য উক্ত বাংলাদেশী ভাই বিবাহিত এবং ছোট সন্তানের পিতা। কাজেই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ্ তাকে সুস্থ করে দেয়।
ইতালির ব্রেসচিয়াতে নিজের কর্মস্থানেই গাড়ি চাপায় গুরুতর অবস্থায় এক বাংলাদেশি।
ইতালির বোলজানোতে মাল্টিসেন্স ডিসকভারিতে আফগানিস্থান নিয়ে আলাপ আলোচনা
কিভাবে গড়ে উঠছে প্রবাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখুন। ইতালিতে বেঁড়ে উঠা শিমু ও মীমের কিছু ভিডিও
ইতালির পালেরমো পৌরসভার নির্বাচনে বেশী ভোট পেয়ে ইতিহাস রচনা করেন প্রবাসী সিলেটি মেয়ে সুমি
ইতালির বোলজানোতে শিশু কিশোর দের নিয়ে পরিচালিত বাংলা স্কুল শিক্ষাঙ্গন নিয়ে একটি প্রতিবেদন।
বাংলাদেশ পিপলস এসোসিয়েশন বোলজানোর আহববায়ক কমিটি গঠন!
একটি শোক সংবাদ ইতালির হাঁসপাতালে চিকিৎসারত অবস্থায় ৯ বছরের এক মেয়ে ইন্তেকাল করেছে!