এবং মজার বিষয় হচ্ছে গতকাল ৩ আগস্ট রবিবার পুলিশের একটি টিম সেখানে গিয়ে দেখে দোকানের মালিক ৩১ দিনের দোকান বন্ধের একটি নোটিশ টাঙ্গিয়ে রেখে দোকান বন্ধ করে দিয়েছে। তবে তারা এ নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্যঃ আমাদের এই লেখাটির মূল উদ্দেশ্য হচ্ছে ইতালিতে আমাদের বাংলাদেশি ভাই যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারা সামান্য কিছু লোভের আশায় নিজেকে বিক্রি করে দিবেন না। এবং এমন কোন অপরাধ মুলক কর্মকাণ্ডে জরিয়ে পরবেন না~!!! যাতে করে আপনার সামান্য একটু ভুলের জন্য সম্পূর্ণ দেশের বদনাম হয়, এবং মনে রাখবেন এটা বাংলাদেশ নয়? এটা প্রবাস, এবং এখানে আপনার কিছু হলে কেউ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না এবং সবচাইতে বড় কথা আপনার জন্য আপনার পরিবার দেশে অপেক্ষা করছে, কাজেই যাই করবেন ভেবে চিনতে করবেন।