গত ৩১ শে আগস্ট লস এনজেলস এ অনুষ্টিত ২৮ তম ফোবানা সম্মেলনে ফোবানা একজিকিউটিভ কমিটি র পক্ষ থেকে “লাইভ২ওয়েব”এর সিইও ও ভিশনব্লু ইনক এর প্রেসিডেন্ট জনাব এসএম সামসুর রহমান শিমুল এর হাতে “অনলাইন স্ট্রিমিং মিডিয়া পার্টনার”অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়| অ্যাওয়ার্ড প্রদান করেন ফোবানা ২০১৩-১৪ এর চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন,পার্শে উপস্থিত ছিলেন সেক্রেটারি জনাব আজাদুল হক| ৩ দিন ব্যাপী অনুষ্টিত ২৮ তম ফোবানার সম্মেলন সরাসরি অনলাইন এ “ডব্লু ডব্লু ডব্লু.লাইভ২ওয়েব.টিভি” তে সম্প্রচারিত করা হয়, যা সারা বিশ্বের বাংলা ভাষাবাসী দর্শক রা সরাসরি দেখার সুযোগ পান “লাইভ২ওয়েব” এর বদৌলতে| অনুষ্টান সরাসরি সম্প্রচার এ সার্বিক সহযোগিতায় ছিলেন “লাইভ২ওয়েব” এর পরিচালক ও ভিশনব্লু ইনক এর ভাইস প্রেসিডেন্ট দেওয়ান বজলু ও লস এনজেলস এ”লাইভ২ওয়েব” এর রিজিওনাল সমন্নয়ক মোহাম্মদ আলম বাবুল|
লস এনজেলস এ অনুষ্টিত ২৮ তম ফোবানা সম্মেলনে “লাইভ২ওয়েব”কে ফোবানার অ্যাওয়ার্ড প্রদান
ইস্টার নাইটে বাংলাদেশির সততার দৃষ্টান্ত এবার লস এঞ্জেলেসে
ডেমোক্রেটিক পার্টিই সাধারণ খেটে খাওয়া মানুষের দল|"কংগ্রেসম্যান বিল পাস্ক্রেল"|
সবার সহযোগিতা চেয়েছেন নিউইয়র্কে নয়া কনসাল জেনারেল শামীম আহসান
মাসে লাখ টাকা আয় করেও ভালো নেই কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা!
১৮টি দেশের ২৩০ জনের মধ্যে প্রথম হলো বাংলাদেশি প্রকৌশলী
বিভিন্ন দেশের সৎ লোকের সংখ্যা বেড় করার জন্য একটি জরিপ চালালো হয়!দেখুন ভিডিও প্রতিবেদনটি।