Niels Brock Copenhagen Business College ডেনমার্কের অন্যতম বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান এবং এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে প্রায় ২০০০০’এর অধিক শিক্ষার্থী। বিজনেস ও কমার্সে ১৩০ বছরের অধিক সময় ধরে শিক্ষা দানকারী এ শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান কোপেনহেগেনের প্রাণকেন্দ্রে।চীন, ভিয়েতনাম, উজবেকিস্তান, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে Niels Brock Copenhagen Business College পার্টনারশিপ শুরু করার ফলে একজন স্টুডেন্ট এখন ভিয়েতনামে Niels Brock-এর পার্টনার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েও কোর্স শেষ করতে পারবে ডেনমার্ক, আমেরিকা, চায়না কিংবা অন্যকোন দেশে। [sociallocker]
বাংলাদেশের ডেনিশ এমব্যাসির বিজনেস শাখার মাধ্যমে Niels Brock বাংলাদেশে পার্টনার শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কোর্স পরিচালনা এবং ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারনের একটি সমীক্ষা রিপোর্ট ইতিমধ্যে পজেটিভ রিপোর্ট আসায় দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তানের বদলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে ৪ বছরের American Bachelor’s degree in Business Administration (concentration either in Finance or in Marketing) শুরু করার জন্য ইতিমধ্যে Niels Brock কাজ শুরু করে দিয়েছে।
৪ বছরের উক্ত আমেরিকান বিবিএ ডিগ্রীটি ACICS’এ থেকে অনুমোদন প্রাপ্ত এবং বাংলাদেশের আগ্রহী যে কোন শিক্ষা প্রতিষ্ঠান উক্ত প্রোগ্রামটি চালু করতে সম্মত হলে ডেনমার্ক থেকে সকল শিক্ষা উপকরন, শিক্ষা কারিকুলাম ছাড়াও উক্ত প্রোগ্রামের সফল সম্পাদনে Niels Brock’এর ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি বাংলাদেশী গিয়ে লেকচার দেয়া ছাড়াও ফ্যাকাল্টি মেম্বারদের জন্য ট্রেনিং-এর ব্যবস্থা করবে বলে জানান কলেজের ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট Jytte Mansfeld
বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি Niels Brock Copenhagen Business College’এর ৪ বছরের আমেরিকান বিবিএ ডিগ্রী বাংলাদেশে চালু করতে চান তথা পার্টনারশিপে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন নিম্ন ঠিকানায়.
তবে বিশেষ কিছু কারনে এখানে ঠিকানা বা লিঙ্ক দেওয়া যাচ্ছে না। তাই যারা আগ্রহী তারা আমাদের টিম এর সাথে সরাসরি যোগাযোগ করে জেনে নিন। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য যারা ডেনমার্ক এর সকল ডকুমেন্টস যেমন Passport,Identity card,Residence permit,Driving licence ইত্যাদি সম্পর্কে ধারণা নিতে চান তারা এখানে ক্লিক করে আমাদের ডেনমার্ক এর ডকুমেন্টস সংক্রান্ত লেখাটি পরে নিতে পারেন।
আর যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ। [/sociallocker]