সুইজারল্যান্ডের জেনেভা থেকে রফিকুল ইসলাম আকাশঃ মান্যবর রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা প্রদান করলো সুইজারল্যান্ড প্রবাসী বাংগালীরা । এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-নেত্রীবৃন্দ, ব্যবসায়ী সম্প্রদায় ও প্রবাসী বাংলাদেশীরা। সংবর্ধনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদুত তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআর পি) যত দ্রুত সম্ভব প্রদানের ব্যবস্থা করবেন। প্রয়োজনে জুরিখে বসবাসরত বাংলাদেশীদের সহজ উপায়ে কনস্যুলেট সেবা প্রদানের ও ব্যবস্থা করবেন । সেই লক্ষে প্রবাসী বাংলাদেশীদের সহায়তার আহবান জানান রাষ্ট্রদুত। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারী জনাব নজরুল ইসলাম, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আমজাদ চৌধুরী, রহমান খলিলুর, শ্যামল খান, নজরুল জমাদ্দার, মাসুম খান, মশিউর রহমান সুমন, শাহাদাত হোসেন, মোঃ রিপন প্রমুখ । উল্লেখ্য যে, মান্যবর রাষ্ট্রদুত পূর্বে ব্রাজিলের রাষ্ট্রদুত হিসেবে কর্মরত ছিলেন।
সুইজারল্যান্ডে নব্য রাষ্ট্রদুত এম শামীম আহসানকে সংবর্ধনা
সর্ব ইউরোপীয় বাংলাদেশ এসোসিয়েশন (AEBA) >>> লক্ষ্য-উদ্দেশ্য
গ্রীসের রাষ্ট্রদূতকে সরাতে আইওএমকে ‘বলির পাঁঠা’ বানাবার নেপথ্যে
স্বপ্নের গ্রিসে দুঃস্বপ্নে ৩৫ হাজার প্রবাসী
দক্ষদের জন্য স্পেনের ভিসা পদ্ধতি আরও সহজ করার ঘোষনা।
সুইজারল্যান্ডের জুরিখ নগরীতে এবার যৌনকর্মীদের জন্য অভিনব ব্যবস্থা
ফরমালিন আতংকে প্রবাসীরা লন্ডন থেকে দেশে পাঠাচ্ছেন ফলমূল!!