ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি গতকাল চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে ইতালি ও চীনের দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের আরও উন্নতির লক্ষে ৮ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চীন এবং ইতালির মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকী উপলক্ষে তারা এই চুক্তি করেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেন্সি বলেন” ইউরোপ ইউনিয়নের বাইরে চীন আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অ্যামেরিকার পরের অবস্থান চীনের।২০১৩ সালে চীনের সাথে ইতালির বিনিময় হয়েছে ৩২.৯ বিলিয়ন ইউরো এবং ২০১৪ সালের প্রথম ছয় মাসেই রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৮,৩% এবং এখনো আরও অনেক কিছু করার রয়েছে দুই দেশের মধ্যে।যা আমরা অবশ্যই সম্পূর্ণ করবো।
গতকাল চীনের সাথে ৮ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত করেন ইতালির প্রধানমন্ত্রী।
ক্ষোবে উত্তাল ইতালি প্রবাসী বাংলাদেশীরা বিচারের দাবিতে চলছে মিছিল ও আলোচনা সভা।
ইতালির পালেরমোতে ইউরোপের সবচাইতে সুন্দর ট্রাম উদ্ভদনে উপচে পরা ভীর।
ইতালির বোলজানো থেকে-জাহাঙ্গীর আলম সিকদার,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমার কিছু কথা
প্রবাসে ইতালির বাংলাদেশীদের নিয়ে প্রতিবেদন।
ইতালীতে বসবাসকারী প্রায় সব প্রজাতির প্রবাসী মিলে নাচের প্রতিযোগীতা
ইতালিতে গত কয়েকদিনের দমকা ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে