• Sat. Sep ২৩, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

জার্মান বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

Byrafiqul islam akash

Dec 14, 2014

রফিকুল ইসলাম আকাশ – জার্মানীর ফ্রাংকফোর্ড থেকেঃ গত ১৩ই ডিসেম্বর জার্মানীর ফ্রাংকফোর্ড শহরের ভোকেনহাইম সালবাই হলে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস এর মাধ্যমে বহুল প্রত্যাশিত জার্মান বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ঘটে।জার্মান প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উপস্থিতিতে বহুদিনের কাংখিত এই প্রেস ক্লাবের সভাপতি মনোনিত হন দৈনিক খবরের জার্মান ব্যুরো প্রধান এবং এ টি এন বাংলা ও এ টি এন নিউজের জার্মান প্রতিনিধি ও সমাজকর্মী জনাব খান লিটন । সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হন লন্ডন বাংলা বেতারের জার্মান প্রতিনিধি এবং ফ্রিলান্স সাংবাদিক হাবিবুল্লাহ বাবুল। ১৩ সদস্য বিশিষ্ট এই প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত সাংবাদিক লেখিকা নাজমুন্নেছা পেয়ারী । বিশেষ সদস্য হিসেবে থাকছেন – এন টি ভি জার্মান প্রতিনিধি রাবেয়া খান, ডয়েসে ভেলের ফাহমিদা আহম্মেদ এবং এ টি এন বাংলার আজিম হোসাইন।বাংলাদেশ এবং জার্মানীর মধ্যে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এক বিশেষ সেতুবন্ধন তৈরী করতেই জার্মান বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ- এমন আশাবাদই ব্যক্ত করলেন নব নির্বাচিত ক্লাবের নেতা-নেত্রীবৃন্দ।

One thought on “জার্মান বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ”
  1. Dear Sir
    Assalamu alaikum. im ashraf from Bangladesh. im 31 years old. im single. my sister live in Germany. now she want to invite me in Germany. but i have a problem with my passport. in my passport i use my father name MD BORHAN UDDIN & mother name ANWARA BEGUN but my sister use father name LATE BORHAN UDDIN & mother name MOSAMMET ANOWARA BEGUM in her passport.now if she send me invitation letter is any problem to get a visa??? and how i proof that she is my sister???
    please inform me.
    Best regards
    ashraf

Leave a Reply to Ashraf Cancel reply

Your email address will not be published.