• Mon. Mar ২০, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইটালীর ভেনিস বাংলা স্কুলের নতুন কমিটি পরিচিতি ও মহান বিজয় দিবস উদযাপন

Byrafiqul islam akash

Dec 26, 2014

ইটালীর ভেনিস থেকে রফিকুল ইসলাম আকাশঃ মহান বিজয় দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুল আয়োজন করল বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন স্কুল কমিটির পরিচিতি সভার। ভেনিস বাংলা স্কুলের ছাত্রী তানজিনার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চমক রহমানও পলাশ রহমান। সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে, বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ওমর ফারুক, আকতার উদ্দিন (সাবেক উপদেষ্টা , ভেনিস বাংলা স্কুল) , ডক্টর জনফাংকো বনেস্সো (ভেনিস ইমিগ্রেশন অফিসের প্রধান),ইটালিয়ান স্কুলের প্রেসিডেন্ট গাচ্ছারী, মালদোভা এসোসিয়েশনের প্রেসিডেন্ট উজেনিয়া সহ আরও অনেকে। উপদেষ্টা রফিকুল বারী ও বেলাল ঢালী, সৈয়দ কামরুল সরোয়ারকে পূনরায় সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারন সম্পাদক রেখে পূর্নাংগ কমিটি ঘোষনা করেন । পাদরে মারিনো রেজন নামক এক ইটালিয়ান দীর্ঘ ৫৫ বছর বাংলাদেশে বসবাস করেছেন এবংমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্মৃতিসৌধের স্মারক সম্মাননা প্রদান করেন বাংলা স্কুলের সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্টাগন। ভেনিস বাংলা স্কুলের হোম ওয়ার্ক এ সহযোগিতার জন্য যারা সম্মাননা পুরষ্কার পেয়েছেন প্রফেসর লাই সিমোনা, কানিজ ফাতিমা, জুয়াইরিয়া দেখা, চমক রহমান, মোসাম্মাত প্রিয়া,প্রিমা বেগম ও লিদিয়া লোপেজ। পুরষ্কার প্রদান করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের রফিকুল ইসলাম, তাহের খান, বিল্লাল ঢালী, রফিকুল বারী, জেসমিন আকতার, রাজিয়া সুলতানা, রাশিদা হান্নান।

তারপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে কিষা, প্রিয়া, দেখা, ইয়া, সিমোনা, আশিক, বিধান দাস, মারিয়াসহ আরও অনেকে। ভেনিস বাংলা স্কুলের সভাপতি ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

Leave a Reply

Your email address will not be published.