• Sun. Oct ১, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির নগরি ফিরেন্সে নোয়খালী জেলার খলিল বাবুর পিতা জনাব “আবুল কাশেম ইন্তেকাল করেছেন।

ByLesar

Feb 19, 2015

ইতালির ফিরেন্স থেকে কবির আহমেদঃ শোক সংবাদ গত ১৬/০২/২০১৫ রোজ সোমবার রাত ১০.৩০ মিনিটে ফিরেন্স কারিজি হাসপাতালে নোয়খালী জেলার মাইজদির ইব্রাহীম খলিল বাবু এর পিতা জনাব “আবুল কাশেম” ৬৭বছর বয়সে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে … রাজেউন) তিনি ৩ মেয়ে ১ছেলে ও উনার স্ত্রী সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার ছেলে ইতালির নগরি ফিরেন্স বাংলাদেশ সমিতির কার্যকরী পরিষদের সাংস্কৃতিক ও ঞীয়া সম্পাদক। উল্লেখ্য খলিল বাবুর পিতা মারাত্মক রোগ ব্যাধি ও ক্যান্সার নিয়ে অনেক দিন যাবত মূতুর সাথে পান্জা লড়ছেন। ইতালিতে শুধু বাবা আর ছেলে থাকতেন। ছেলে সালেরনু হোটেল জুলিতে রিসেপশনিস্ট পদে কাজ করে আসছেন। ছেলে বাবাকে অসুস্হ দেখে ফিরেন্স নিয়ে আসেন উন্নত চিকিৎসার আশায়। ফিরেন্স বাংলাদেশ কার্যকরী সমিতির পরিষদ ও ফিরেন্সে বসবাসরত সকল বাংলাদেশী সহ সমগ্র প্রবাসীদের কাছে মরহুমের  রুখের আত্মার মাহফেরাত কামনা করা হচ্ছে। ২২/০২/২০১৫ রোজ রবিবার বেলা ৯:৩০ ঘটিকায়  মরহুমের জানাজার নামাজে ফিরেন্স প্রবাসী সকল বাংলাদেশিদের শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে (Cappelle del commiato firenze)।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Related Post

Leave a Reply

Your email address will not be published.