প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি।আশা করি আপনারা মহান আল্লাহ্র অশেষ রহমতে ভালোই আছেন।ইতালি, ফ্রান্সের পর জার্মানের দূতাবাসেও শুরু করা হয়েছে (MRP) মেশিন রিডেবল বা ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করার প্রক্রিয়া।তবে অনেকেরি এই বিষয়টি সম্পর্কে এখনো তেমন কোন ধারণা নেই এবং অনেকের মনেই বিষয়টি নিয়ে নানা ধরণের প্রশ্ন সহ তারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত।আর তাই কিভাবে অনলাইনে বার্লিনে ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন? তার বিস্তারিত নিন্মে তুলে ধরা হল। মনোযোগ সহকারে নিন্মের লেখা গুলো পরুন।
উল্লেখ্য এর আগে আমরা ইতালিতে কিভাবে ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন তার পরিপূর্ণ বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল সহ খুব সহজ ভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। কাজেই আপনারা এখানে ক্লিক করে আমাদের সেই লেখাটি পড়ে নিতে পারেন। যার মাধ্যমে আপনাদের বুঝতে আরও সহজ হবে।
আর যদি আপনাদের ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে কোন প্রকার হেল্প এর প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও সেবা গ্রহণ করতে পাড়বেন। আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND) মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ info@amiopari.com
ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.
আর যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।