• Tue. মে ৩০, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সেরা ৪টি বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপস জেগুলা আপনার অবশ্যই ব্যবহার করা উচিৎ!

Byadilzaman

May 22, 2015

আমাদের দেশেও এখন অনেক সুন্দর সুন্দর অ্যাপস তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলা ভাষার অ্যাপ গুলা সত্যি অসাধারন। অনেকেই আছেন যাদের ইংরেজি ভাষার প্রতি বিশেষ দুর্বলতা আছে। কিন্তু তাই বলে কি তারা স্মার্টফোনে ব্যবহার করবেন না?আর তাদের কথাই চিন্তা করে আজকে আপনাদের সাথে কিছু বাংলা অ্যাপস শেয়ার করছি যেগুলো আমাদের বাংলাদেশের অ্যাপ ডেভেলপার’রা তৈরি করেছে।

তো চলুন আর দেরি না করে দেখে নেই সেই সেরা ৪টি অ্যাপস যেগুলো আপনার অনেক পছন্দ হবে।

১ মেদ ভুরি কমানোর উপায়-

পেটের মেদ ভুরি বেড়ে গেলে সৌন্দর্যগত সমস্যার পাশাপাশি বিভিন্ন জটিল ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগি আমরা। এই অ্যাপে বিভিন্ন প্রাকৃতিক উপায় অবলম্বন করে কিভাবে মেদ ভুরি কমানো যায়; সে সম্পর্কে একটি চেকলিস্ট দেয়া হয়েছে এবং এই নিয়মগুলা বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

যেসকল বিষয় সম্পর্কে জানতে পারবেনঃ

  • হাঁটার গুরুত্ব এবং এটা কিভাবে মেদ কমাতে সাহায্য করে।
  • ভাজাপোড়া কম খাওয়ার উপকারিতা।
  • ফাস্টফুড প্রসঙ্গ।
  • ঘুমাবার আগে হাঁটা।
  • সিঁড়ি ব্যবহারের উদ্দেশ্য।
  • অভ্যাস।
  • লেবু খাওয়ার গুরুত্ব।
  • ভুরি কমাতে কি ধরনের পানীয় খাওয়া উচিত।
  • সবচেয়ে কার্যকরী ব্যায়াম।

অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে।

২ ভূমির পরিমাণ পদ্ধতি-

ভূমির পরিমাণ পদ্ধতি নিয়ে আমাদের এই অ্যাপ যেখানে জমি পরিমাপের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। যা কিনা আপনার ভূমির পরিমাণ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিবে। যে সব বিষয় এই অ্যাপল আলোচনা করা হয়েছে-

  • – গান্টার শিকল জরীপ
  • – বিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ
  • – জেনে নিন জমি জমার পরিমাপ
  • – মৌজা
  • – দাগ নম্বর
  • – খতিয়ান
  • – হাল খতিয়ান
  • – সাবেক খতিয়ান
  • – এস এ খতিয়ান
  • – আরএস খতিয়ান
  • – হোল্ডিং নম্বার
  • – অর্পিত সম্পত্তি
  • – ভূমি পরিমপ করা হয়
  • – একর শতকে ভূমির পরিমাপ : ডেসিমেল বা শতাংশ বা শতক
  • – কাঠা পরিমাপ
  • – একরের পরিমাপ
  • – বিঘা পরিমাপ
  • – লিঙ্ক পরিমাপ
  • – ফুট এবং কানি একর শতকে ভূমির পরিমাপ
  • – বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণ
  • – ভূমির পরিমাণ পদ্ধতি
  • – পরচা
  • – তফসিল (Schedule)
  • – দাগনম্বর
  • – Land Measurements
  • – প্রশ্ন উত্তর

আশা করি এই অ্যাপটি আপনার ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা থেকে মুক্তি দেবে।

অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে।

৩ জমি কেনার আগে ও পরে-

জমি কেনার আগে ও পরের বিভিন্ন বিষয় নিয়ে সাজানো আজকের এই অ্যাপ। যেখানে জমি কেনার বিভিন্ন নিয়মকানুন বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে থাকছেঃ

  • – মালিকানা সঠিকভাবে যাচাই করুন
  • – জমির দলিল ঠিক আছে কি না দেখুন
  • – জমি বিক্রির দলিল রেজিস্ট্রি
  • – দলিল রেজিস্ট্রি করার সময় সতর্কতা
  • – দলিল রেজিস্ট্রি ফি
  • – এক নজরে গুরুত্বপূর্ন বিষয়গুলো
  • – জমির খতিয়ান তোলার নিয়ম
  • – নামজারি কীভাবে করবেন

অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে।

৪ বাংলাদেশ রেলওয়ে-

বাংলাদেশ রেলওয়ে নিয়ে বানানো আজকের এই অ্যাপ। যেখানে বাংলাদেশ রেলওয়ের সময় সূচি, টিকেটের, টিকেট কাটার নিয়মকানুন সহ বিস্তারিত অনেক বিষয় নিয়ে সাজিয়েছি। অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন:

  • – বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত ইতিহাস
  • – ট্রেনের সময়সূচী
  • – টিকেটের মূল্য তালিকা
  • – ট্রেন ট্রাকিং মনিটরিং সিস্টেম
  • – ট্রেন ইনফরমেশর ডিসপ্লে সিস্টেম
  • – এসএমএস এর মাধ্যমে টিকেট ক্রয়/বুকিং সেবা
  • – অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়

অ্যাপটি ফ্রি ডাউনলোড করতে যেতে হবে এই লিংকে।

যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

One thought on “সেরা ৪টি বাংলাদেশি অ্যান্ড্রয়েড অ্যাপস জেগুলা আপনার অবশ্যই ব্যবহার করা উচিৎ!”

Leave a Reply

Your email address will not be published.