গত ১৬ই আগস্ট রোজ রবিবার সকাল ৮.০০ঘটিকায় ফিরেন্স (আলামানি ষ্টেশন সংলগ্ন হইতে ২টি বাসে ১০৪ জন কে নিয়ে আনন্দ ঘন পরিবেশে itaiy in miniature এবং rimini সমুুদ্র সৈকতে বনভোজন পালন করা হয়। বনভোজনে সার্বিক সহযোগিতা ও উপস্হিত ছিলেন ফিরেন্স বাংলাদেশ সমিতির সি সহ সভাপতি ইউছুফ আালী, সেক্রেটারি নূরুল আলম। অর্থ সম্পাদক আব্দুল হক, সহ সভাপতি আবুল হোসেন রতন, সহ সেক্রেটারি জসিম উদ্দিন ,ফিরেন্স বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ, বাংলাদেশ সমিতি ফিরেন্স কার্যকরী পরিষদ এর পক্ষ থেকে বাস ১ উপস্হাপনা করেন সহ সেক্রেটারি জসিম উদ্দিন, বাস ২ উপস্হাপনা করেন সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ /বনভোজনে ১৮টি আকর্ষণীও পুরষ্কার,এছাড়া ২টি বাসে গানের ৩টি করে ৬টি পুরস্কার সহ-বাসের সকল ছোট্ট বাচ্চাদের খেলনা দেওয়া হয়। সু্ন্দর ভাবে বনভোজন কে সফল মন্ডিত করার জন্য ফিরেন্স বসবাসরত সকল বাংলাদেশীদের কে সেক্রেটারি নূরুল আলম ও অর্থ সম্পাদক আব্দুল হক শুভেচ্ছা জানান। পরিশেষে সমাপ্ত বক্তবে সি সহ সভাপতি ইউছুফ আালী যারা বিভিন্ন অনুদান দিয়ে বনভোজন কে সহযোগিতা করেছন তাহাদেের কে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানান।
ফিরেন্স বাংলাদেশ সমিতির আয়োজনে বনভোজন ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে গত কয়েকদিনের দমকা ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে
বাংলাদেশী চিটিংবাজ ও দালাল থেকে সাবধান, ইতালির নগরী সানরেমোতে ৪৮ হাজার ইউরো আত্তসাদ করেছে সে।
ইতালির ব্রেসচিয়াতে নিজের কর্মস্থানেই গাড়ি চাপায় গুরুতর অবস্থায় এক বাংলাদেশি।
কিভাবে গড়ে উঠছে প্রবাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখুন। ইতালিতে বেঁড়ে উঠা শিমু ও মীমের কিছু ভিডিও
ফ্রী বিজ্ঞাপন- রোমে একটি রুম ভাড়া চাই এবং স্পেন থেকে কাজের জন্য বিনীত অনুরোধ
ইতালির পিজা শহরে জাকির হোসেন( ৩৪ )নামে প্রবাসী বাংলাদেশী দুর্বৃত্তদের হাতে নিহত।