• Sat. Jun ৩, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফিরেন্স বাংলাদেশ সমিতির আয়োজনে বনভোজন ও ঈদ পুনর্মিলনী

ByLesar

Aug 17, 2015

গত ১৬ই আগস্ট রোজ রবিবার সকাল ৮.০০ঘটিকায় ফিরেন্স (আলামানি ষ্টেশন সংলগ্ন হইতে ২টি বাসে ১০৪ জন কে নিয়ে আনন্দ ঘন পরিবেশে itaiy in miniature এবং rimini সমুুদ্র সৈকতে বনভোজন পালন করা হয়। বনভোজনে সার্বিক সহযোগিতা ও উপস্হিত ছিলেন ফিরেন্স বাংলাদেশ সমিতির সি সহ সভাপতি ইউছুফ আালী, সেক্রেটারি নূরুল আলম। অর্থ সম্পাদক আব্দুল হক, সহ সভাপতি আবুল হোসেন রতন, সহ সেক্রেটারি জসিম উদ্দিন ,ফিরেন্স বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ, বাংলাদেশ সমিতি ফিরেন্স কার্যকরী পরিষদ এর পক্ষ থেকে বাস ১ উপস্হাপনা করেন সহ সেক্রেটারি জসিম উদ্দিন, বাস ২ উপস্হাপনা করেন সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ /বনভোজনে ১৮টি আকর্ষণীও পুরষ্কার,এছাড়া ২টি বাসে গানের ৩টি করে ৬টি পুরস্কার সহ-বাসের সকল ছোট্ট বাচ্চাদের খেলনা দেওয়া হয়। সু্ন্দর ভাবে বনভোজন কে সফল মন্ডিত করার জন্য ফিরেন্স বসবাসরত সকল বাংলাদেশীদের কে সেক্রেটারি নূরুল আলম ও অর্থ সম্পাদক আব্দুল হক শুভেচ্ছা জানান। পরিশেষে সমাপ্ত বক্তবে সি সহ সভাপতি ইউছুফ আালী যারা বিভিন্ন অনুদান দিয়ে বনভোজন কে সহযোগিতা করেছন তাহাদেের কে ধন্যবাদ সহ শুভেচ্ছা জানান।

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published.