ইতালির বোলজানো থেকে জাহাঙ্গীর আলম সিকদারঃ ইতালির উত্তর প্রদেশ পাহাড়ঘেরা বোলজানো প্রভিন্সে ১৪-১২-২০১৫ তারিখ সোমবার থেকে ১৮-১২-২০১৫ তারিখ শুক্রবার পর্যন্ত চেন্ত্র ত্রেভি কমিউনিটি সেন্টারে (Centro Trevi) বাংলাদেশ সমিতি ও বোলজানো কমুনের যৌথ আয়োজনে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
আর্ট কলেজ থেকে পড়াশুনা করে মুফাজ্জল হোসেন মামুন তার মনের মাধুরী মিশিয়ে চিত্রাঙ্কন করা ফ্রেমে বাধাই করে পুরু দেয়ালে এবং ভিডিও করা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের নিলাভুমি ও হাজার বছরের ইতিহাস দেখিয়ে দেশী বিদেশী দর্শকদের মন কেঁড়ে নিয়েছে চিত্র প্রদর্শনীতে । এতে বাংলাদেশের যে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে তা নিয়ে সত্যি গর্বিত আমরা প্রবাসী বাংলাদেশীরা। বিজয়ের মাসে চিত্র প্রদর্শনী এই মেলার শেষ দিনে প্রথম দিনের মত দর্শকদের উপচেপরা ভির না হলেও আগ্রহ হারায়নি আগত দর্শকরা। বিদেশি দর্শকদের মাঝে প্রবাসে ইতালির বোলজানো বাংলাদেশী কমিউনিটির যে মাতৃপ্রেম তা শিল্পের মাধ্যমে প্রকাশ করাই দেশের প্রতি উদার ভালবাসার এক বহিরপ্রকাশ।
ইতালির বোলজানোতে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
২০ বছর আগে ইতালীতে করুণ মৃত্যু অভিমানী শামসুদ্দীন আবুল কালামের
ইতালিতে কারাবিনিয়েরি নিয়ে একটা ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দিয়েছে।
ইতালিতে সোনার তৈরি রেস্টুরেন্ট!
ইতালির বোলজানোতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব পালন করলো প্রবাসীরা
ইতালীতে বসবাসকারী প্রায় সব প্রজাতির প্রবাসী মিলে নাচের প্রতিযোগীতা
ইতালিতে গত কয়েকদিনের দমকা ঝড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে