• Mon. Mar ২০, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

অ্যামেরিকার পেটারসন সিটি হলের সামনে বাংলাদেশের পতাকা উড়ল।

Bydewan chowdhury

Dec 23, 2015

দেওয়ান বজলু :-গত ১৬ ই ডিসেম্বর ৪৪ তম বিজয় দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা নিউজার্সীর পেটারসন সিটি হলের সামনে একসপ্তাহের জন্য প্রতিবারের ন্যায় এবার ও উত্তোলন করা হয়। উক্ত অনুষ্ঠানে নিউ ইয়র্ক এর কন্সাল জেনারেল শামীম আহসান, পেটারসন সিটির মেয়র জয়ী টরেস, ফ্রী হোল্ডার পেট লেপোর, জন বারটলেট, কাউন্সিল ম্যান মো: আক্তারুজ্জামান ওয়ার্ল্ড গ্ল্যাম, প্রবাকস ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিউ ইয়র্ক এর কন্সাল জেনারেল শামীম আহসান এর নিকট পেটারসন সিটির মেয়র জয়ী টরেস সিটির পক্ষ থেকে প্রক্লেমেশন হস্তান্তর করেন। পরে সকলকে সংগে নিয়ে মেয়র ফ্ল্যাগ উত্তোলন করেন। এক সপ্তাহের জন্য বাংলাদেশের জাতীয় পতাকা সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার সংগে পতপত করে উড়বে। পতাকা উত্তোলনের মাঝ্যমে যে ৩০ লক্ষ শহীদান জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীন বাংলাদেশ ও লাল সবুজের পতাকা জন্য তাদের স্মরণ করা হল যুক্ত রাষ্ট্রের মাটিতে।

Leave a Reply

Your email address will not be published.