• Tue. মে ৩০, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনের ক্ষেত্রে পুরাতন সিস্টেম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সিস্টেম চালু করা হয়েছে।

ByLesar

Jan 20, 2016

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মত আমিওপারি টিম আবার আপনাদের মাঝে নতুন কিছু বিষয় নিয়ে হাজির। আজ আমরা ইতালিতে ফ্যামিলি ভিসা তথা পরিবার নিয়ে আসার আবেদন সংক্রান্ত বিষয়ে ইতালিয়ান সরকার নতুন যে নিয়ম করেছে, সেই বিষয়ে আলোচনা করবো।
আভিবাসীদের জন্য ইতালির মাইগ্রেশন বিভাগ দিন দিন কঠোর করা হচ্ছে। পূর্বে অনেক সহজেই ফ্যামিলি ভিসার আবেদন করার মাধ্যমে নুল্লা অস্তা দিয়ে দিলেও বর্তমানে সকল কাগজপত্র যাচাই বাঁচাই করা থেকে শুরু করে নানা ধরনের ডকুমেন্টন্স চেয়ে থাকে প্রেফেত্তুরা। যা আমাদের অনেকেরই সংগ্রহ করতে নানা ধরনের সমস্যায় পরতে হয়, আর বর্তমানে শুধু বিভিন্ন ডকুমেন্টন্স চাওয়া নয়? এর সাথে সাথে আবেদন করার প্রক্রিয়া তথা অনলাইনে আবেদন করার সিস্টেম পর্যন্ত পরিবর্তন করে কঠিন ভাবে তৈরি করা হয়েছে, যা কিনা একজন কম্পিউটারে ভালো অভিজ্ঞ ছাড়া অনেকে চাইলেই আগের মত অপারেট করতে পারবে না।
যারা ২০১৫ সালের আগস্ট মাস থেকে তাদের ফ্যামিলি কে ইতালি নিয়ে আসার জন্য অনলাইনে আবেদন করেছেন!! তাদের সকলের ফাইল নতুন সিস্টেম এর আওতায় এনে কাজ শুরু করে দিয়েছে প্রেফেত্তুরা, আর তাই অনেকেই রয়েছেন যারা ২০১৫ এর আগস্ট মাসে ও এর পর থেকে আবেদন জমা দিয়েও সকল অরিজিনাল কাগজ পত্র নিয়ে যাওয়ার জন্য অনলাইনে পুন্তামেন্ত তথা সাক্ষাৎকার এর দিন ক্ষণ নিতে পারছেন না। তাদের কে অবশ্যই নতুন সিস্টেমের মাধ্যমে পুন্তামেন্ত তথা সাক্ষাৎকার নিতে হবে। এবং নতুন সিস্টেমে পূর্বের মতো নিজের ইচ্ছামত যখন খুশী তখন পুন্তামেন্তো নেওয়া এবং চাওয়া মাত্র সেই দিন না গিয়ে পুন্তামেন্তো বাতিল করা ইত্যাদি বিষয় গুলো আর থাকছে না। নতুন সিস্টেমে প্রতিটি ফাইলে শুধু মাত্র ওদের দেওয়া সময় অনুযায়ী একবারি পুন্তামেন্ত নিতে পাড়বে, এবং যদি কোন কারনে সেই দিন না যেতে পারেন তাহলে আগে থেকেই তাদের কে লিখিত ভাবে বিশেষ কারন দেখানোর মাধ্যমে ডেট পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ করতে হবে, এবং প্রেফেত্তুরায় কর্মরত সরকারী কর্মকর্তারা আপনার অনুরোধ পর্যবেক্ষণ করার পর পরই তাদের মত করে আপনাকে নতুন পুন্তামেন্ত দিয়ে থাকবে। এরকম আরো অনেক বিষয় নতুন সিস্টেমে সংযোজন করা হয়েছে।
উল্লেখ্য যারা নতুন সিস্টেমে সাক্ষাৎকারের দিন ক্ষণ নিতে পারছেন না? অথবা ফ্যামিলি ফাইল সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা ও সমাধানে আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের সাথে যোগাযোগের বিস্তারিতঃ স্ক্যাইপ- amiopari টেলঃ +৩৯ ০৬২৪৪০৫২১৭ মোবাইল +৩৯ ৩৩৮১৪০৮৯১৭ (WIND)মোবাইলঃ +৩৯ ৩২০০৪১২৫৪০ (WIND)  মোবাইলঃ +৩৯ ৩৪২৭৯৭৩২৮০ (WIND) ইমেইলঃ  info@amiopari.com

ঠিকানাঃ Via Delle Albizzie-27, 00172 Rome (Centocelle), Italy.

কিভাবে আমাদের অফিসে আসবেন? কতো নাম্বার বাস/ট্রাম/মেট্রো ধরে? ইত্যাদি জেনে নিতে পারেন এখানে ক্লিক করে?

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published.