ইতালির উত্তর প্রদেশ পাহাড়ঘেরা বোলজানোতে গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল প্রবাসীদের বৈধতা পাওয়ার জন্য আন্দোলন । অনুষ্ঠিত আন্দোলনে অংশ গ্রহন করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে আসা অনিশ্চয়তা ও হতাসাগ্রস্থে ফুসে উঠা বাংলাদেশসহ,পাকিস্তান,আফগানিস্তান,স্নেগাল, ঘানা সহ বিভিন্ন দেশের আশ্রয়কেন্দ্রিক লোকজন।
প্রবাসীদের এ বৈধতা আন্দলনের যাত্রা ছিল বোলজানোর ট্রেনষ্টেশন থেকে কস্তুরা অর্থাৎ পুলিশ ষ্টেশন পর্যন্ত ।এতে প্রবাসী বাংলাদেশীদের ভুমিকা ছিল স্বতঃস্ফূর্ত , তাদের দাবী permesso di soggiorno অর্থাৎ থাকা ও কাজের অনুমতি , গত কয়েক বছরে লিবিয়া থেকে আসা ইতালির অন্যান্য প্রভিন্সে থাকা লোকজন কাজের অনুমতি পেলেও বোলজানো প্রভিন্সে থাকা তিন থেকে ছয় মাসের উপরে কাউকে প্রভিন্সে কাজের অনুমতি দিচ্ছেনা বরং ইতিমধ্যে প্রায় সবাইর মামলা নেগেটিভ আসছে আর নেগেটিভ মানে বেঁধে দেওয়া সময়ের মধ্যে এদেশ ছেরে চলে যাওয়া তাই দিশেহারা আস্রয়কেন্দ্রিক বোলজানো প্রবাসীরা । তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে তাদের দাবী সম্পর্কে উত্তর জানানো হবে এই আশ্বাস দিলে সবাই স্থান ত্যাগ করে । এতে বিভিন্য মিডিয়ার লোকজন ও উপস্থিত ছিল ।
বোলজানোতে প্রবাসী বাংলাদেশীদের দাবী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুতাবাসের কেউ আদৌ কোন খবর না নিলেও এখনো অধীর আগ্রহে একটু সান্তনার পাওয়ার।
ইতালির বোলজানোতে প্রবাসীদের বৈধতা পাওয়ার জন্য আন্দোলন।
৪৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতালির ব্রেসিয়াতে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা
ইতালির কৃষি প্রকল্প নিয়ে দেখুন একটি ভিডিও প্রতিবেদন।ইতালি প্রবাসীদের কৃষিকাজ অর্থনীতিতে বেশ গুরুত্বপ...
ইতালির বোলজানোতে মাল্টিসেন্স ডিসকভারিতে আফগানিস্থান নিয়ে আলাপ আলোচনা
ইতালির বোলজানোতে শেষ হল ৫ দিনের “Art Exhibition” চিত্র প্রদর্শনী।
ইতালীর নগরী কালিয়ারি Cagliari তে ইতালীয়ান ভাষা শিখার কোর্স
ইতালির পিজা শহরে জাকির হোসেন( ৩৪ )নামে প্রবাসী বাংলাদেশী দুর্বৃত্তদের হাতে নিহত।