আমরা কম বেশি সবাই ফেসবুকভক্ত অনেক সময় নানা অসুবিধা বা মন না চাওয়ার কারনে অফলাইনে থাকি কিন্তু এই সময় অন্য বন্ধুরা অনলাইনে কে কি করছে টা দেখতে মন চায়।মানে ফ্রেন্ডস দের রিকুয়েস্ট,চ্যাট বা বাক্তিগত বিভিন্ন কিছুর কারনে যদি আপনি যদি অফলাইনে থাকেন তারপরেও আপনি আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন তার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন চালু করতে হবে। তো চালু করে সারাদিন কোন ফ্রেন্ড অনলাইনে বা কোন ফ্রেন্ড অফলাইনে আছে দেখে নিতে পারেন।
তাহলে এবার দেখে নিন কিভাবে কি করবেন?
অ্যাপ্লিকেশন টি চালু করার জন্য এখানে ক্লিক করুন।
ক্লিক করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন ওখানে Okay তে ক্লিক করুন, নিচের ছবিটি দেখুন।
Okay তে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে আর সেখানেই আপনি অফ লাইনে থেকেও দেখে নিতে পারবেন আপনার কতো জন বন্ধু অনলাইনে রয়েছে। আপনাদের আরো ভালোভাবে বুঝানোর জন্য নিচে আর একটি চিত্র দেয়া হোল, নিচের ছবিটি দেখুন।
এখানে দেখুন হলুদ টির দিয়ে সনাক্ত করা এলাকাতে আপনার টোটাল কতোজন ফ্রেন্ড অনলাইন আছে তা দেখাচ্ছে। ঠিক তার নিচের গুলো আপনার ফ্রেন্ডদের ফেসবুক আইডি দেখা যাচ্ছে এবং তার নিচে Add-বিজ্ঞাপন লেখার টির দিয়ে বুঝানো হয়েছে ওগুলো হচ্ছে বিজ্ঞাপন তাই ওগুলো ক্লিক করা থেকে বিরত থাকুন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটি আপনাদের অনেক উপকারে আসবে। আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]