
নাজমুল হোসেন…………
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গুমড়া এলাকা থেকে নিজের ব্যবহৃত প্রাইভেট কারসহ ব্রিটিশ সিটিজেনশীপ বাংলাদেশী বংশোদ্ভূদ বিবাহিতা সেওলিনা তিলাত ইউনা (২৩) নামে এক ব্রিটিশ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় রাতে শ্রীমঙ্গল-সিলেট মহাসড়কের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সেওলিনা তিলাত মৌলভীবাজার জেলার বর্ষিজুড়া এলাকার জয়নুর রহমানের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে জামিলুর রশীদ নামে এক লন্ডন প্রবাসীর সাথে ইউনার বিয়ে হয়। রোজা পালন করার জন্য লন্ডন থেকে মাসখানেক আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডের ২৩ বনানী নামক তার নানীর বাসায় আসে। তার কোন সন্তান নেই। প্রায় রাতেই সে নিজস্ব প্রাইভেট কার নিয়ে বেড়াতে আসতো। গুমড়া এলাকার ঢাকা-সিলেট মহ-সড়কের পাশে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১২-২৬৪৪) পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে তিলাতের মৃতদেহ উদ্ধার করে। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
অবৈধ ব্যবসা চলছে হজরত শাহ জালাল বিমান বন্দরে দেখুন ভিডিও প্রতিবেদন।
ছেলেপক্ষ দেখে যাবার পর বিয়ের আগেই মেয়ে থেকে ছেলে!
চাটুকারদের কিকআউট করুন মহামান্য রাষ্ট্রপতি!
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশনে যাত্রী হয়রানি
এফিডেভিট করে নাম বদলাতে চেয়েছিল ঐশী:ঐশী নামের বিদ্রূপ সহ্য করতে না পেরে আত্মহত্যা।
মাএ ২০ হাজার টাকার বিনিময়ে গারমেন্টসে আগুন ধরিয়ে দেয়ার Video দৃশ্য