ইতালির ভিচেন্সা থেকে এমদাদুল হক এমদাদঃ ইতালির ভেনিসে বিভিন্ন দেশের প্রবাসী নাগরীকদের মিলিত অংশগ্রহণে অনেক জমজমাত ভাবে পালিত হয়েছে জাবেরা নামের ঐতিহ্যবাহি মেলা। উত্তর ইতালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ভিতনি ও ডান্সে দেল মন্দ অনুষ্ঠিত হয়েছে।জাবেরা মেলা নামে পরিচিত তিনদিনের এই উৎসবে ইতালিয়ানদের সাথে প্রচুর সংখ্যক বাংলাদেশীরা মেলায় অংশগ্রহণ করে,মেলায় বিভিন্ন দেশের সাংস্কৃতিক সংগঠনের সাথে ইতালির ভেনিসে বাঙ্গালীদের পরিচালিত ‘ভেনিস বাংলা স্কুল’ বাংলাদেশীদের প্রতিনিধীত্ব করে। ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া প্রতিবছরি এই উৎসবে ভেনিস বাংলা স্কুল সহ ৪০টি দেশের এসোসিয়েশনের প্রতিনিধীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য এই প্রথম কোনো বিদেশী বংশধর Cecile Kynge ইতালির মন্ত্রীপরিষদে স্থান পায় এবং সে এই মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে আসলে উত্তর ইতালির সকল মেয়র বৃন্দ, স্থানীয় ইতালিয়ান এবং বিভিন্ন দেশের নাগরীকরা তাকে উষ্ণ সম্বর্ধনা দেয়। এসময় মাননীয় integration MInister,Italy ‘Cecile Kynge’ কে ভেনিস বাংলাদেশী প্রবাসী এবং ভেনিস বাংলা স্কুলের পক্ষথেকে উপহার তুলেদেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ
[youtube hSogvhsOBUk?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]