• Sat. Jun ৩, ২০২৩

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

যুক্তরাজ্যের অভিবাসন আইন শিথিল করা হয়েছে

Byadilzaman

Sep 11, 2013

অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার, যাতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও দক্ষ শ্রমিকদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করা হয়েছে বলে ঢাকায় দেশটির হাইকমিশনার জানিয়েছেন।গত ৬ সেপ্টেম্বর অভিবাসন আইনে পরিবর্তনের কথা ঘোষণা করা হয়।দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক হার্পার বলেন, সারা বিশ্বের মেধাবীদের যুক্তরাজ্যে কাজ করার এবং এখানকার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়ার লক্ষ্যে এটা করা হয়েছে।
নতুন আইনে কর্পোরেট প্রতিষ্ঠান কর্মীদের প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে নেয়ার সুযোগ পাবে।আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যবসায়ী ভিসায় নিজেদের অডিটরদের যুক্তরাজ্যে নিতে পারবে এবং ব্যবসায়ী ভিসায় যারা যাবেন তারা যুক্তরাজ্যে অবস্থানকালে সংক্ষিপ্ত বিভিন্ন কোর্স করার সুযোগ পাবেন।শিক্ষার্থীদের ক্ষেত্রে কর্পোরেট ইন্টার্নশিপ করার সুযোগ দেবে যুক্তরাজ্য।এ বিষয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন বলেন, অভিবাসন আইন নমনীয় হওয়ায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।শিগগিরই বাংলাদেশি ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন অভিবাসন আইন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশনার বলেন, “অন্যান্য পরিবর্তনের সঙ্গে আমাদের ভিসা পদ্ধতিতে সাম্প্রতিক এ অগ্রগতি প্রমাণ করে যুক্তরাজ্যে যেতে ইচ্ছুকদের প্রতি আমরা আন্তরিক এবং তারা যে ভূমিকা রাখে আমরা তার সম্মান করি।”নতুন আইনে গ্রাজুয়েট এন্টারপ্রেনার ভিসাধারী সহজেই দক্ষ শ্রমিক ভিসা পাবেন। আবার সাধারণ ভিসায় ভ্রমণকারীরা কোনো ঝামেলা ছাড়াই বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত কোর্স করতে পারবেন।
নতুন আইনে যুক্তরাজ্যের নাগরিকরা তাদের স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য সেদেশে নাগরিকত্বের আবেদনের সুযোগ পাচ্ছেন।
আর্থিক প্রতিবেদন দাখিলের ক্ষেত্রেও সুবিধা বাড়ানো হয়েছে ভিসা আবেদনকারীদের জন্য।
———————————————————————————সুত্রঃ
http://www.bbc.co.uk/news/uk-23989305
http://bangla.bdnews24.com/bangladesh/article670152.bdnews
http://www.ukba.homeoffice.gov.uk/sitecontent/documents/policyandlaw/statementsofchanges/2013/hc628.pdf?view=Binary

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Leave a Reply

Your email address will not be published.