বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেচ্ছো,ইতালি।আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। শিক্ষা জাতীর মেরুদণ্ড।প্রবাসে বাস করা বাঙ্গালী শিশুরা বাংলা ভাষা ও বাংলা সাংস্কৃতিকে যথাযথ চর্চার অভাবে এবং শিক্ষার জন্য সুযোগ সুবিধা না থাকার কারনে বিলীন হয়ে যাচ্ছে। আমরা উদিগ্ন আমাদের অবহেলার কারনে প্রবাসে বাস করা নতুন প্রজন্মের শিশুগুলো আমাদের দেশের শিক্ষা ও সাংস্কৃতিকে ভুলে যাচ্ছে।
কাজেই আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতালির নগরী আরেচ্ছোতে অবস্থানরত বাংলাদেশী নতুন প্রজন্ম সকল শিশুদের, মায়ের ভাষা ও বাংলা সাংস্কৃতিকে সঠিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেচ্ছো বাংলা স্কুল খুলেছে। এই স্কুলে বাংলাভাষা,গান,নাচ এবং ইতালিয়ান স্কুলের পড়া (কম্পেতি) যত্ন সহ শিক্ষা দেওয়া হবে।এই বাংলা স্কুলে ভর্তি শুরু হয়েছে। আসন সংখ্যা সীমিত। আগ্রহী অভিভাবকদের আফিস চলাকালিন সময় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগের শেষ সময় ২৮শে সেপ্টেম্বর, রোজ শনিবার। ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ইং রোজ রবিবার বিকাল ৪টায় আগ্রহী অভিভাবকদের উপস্থিত থাকতে হবে বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন আরেচ্ছোর অফিসে।
স্থানঃ পরতা সানলরেন তিনো, Via marco perennio 24/16, 52100- Arezzo, Italy.
Tel / Fax: 0575 1820280 Email: culturabangladesh@hotmail.com
Web site: www.bangladesharezzo.com
অফিস সময় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত। উল্লেখ্য যারা ইতালির ভেনিস নগরীতে থাকেন তাদের জন্য। ভেনিস বাংলা স্কুলেও প্রবাসে বেঁড়ে উঠা ছেরেমেয়েদের বাংলা ভাষা ও বাংলা সাংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য ভর্তি চলছে। আগ্রহিরা এখানে ক্লিক করে ঐ লেখাটি পড়ে নিতে পারেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]